



তাহমিনা শিল্পী মূলত কবি। কিন্তু সাহিত্যের সর্বত্রই তাঁর বিচরণ। বাংলাদেশের ঢাকায় থাকেন। সেখানে থেকেই ওঁর সাহিত্য-বিস্তৃতি দেশ ও বিদেশে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের অত্যন্ত উল্লেখযোগ্য লেখকদের ভেতর একজন শিল্পী। ভারত ও বাংলাদেশের বহু সাময়িকপত্রে নিয়মিত লেখেন। মুদ্রিত হয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য কবিতা, গল্প, ও ছোটদের বই। সাশ্রয় নিউজ-এর আজকের পাতায় রইল তাঁর কবিতাগুচ্ছ।
তাহমিনা শিল্পী
চলো আরও একটু উড়ি
চলো আরও একটু উড়ি, আরও উপরে যাই
যেখান থেকে পৃথিবী ছোট বিন্দুর মত দেখা যায়
আমরা সেখানে গিয়ে থামি, তারপর নিচে তাকাই…
ওই যে দেখো, পিঁপড়ের মত সারি বেঁধে
কারা যেন হেঁটে চলে যায়
তাদের হাতে কোনও অস্ত্র নেই
তবু তারা ঘাতকের ভূমিকায়
স্বার্থান্ধে একে অপরকে প্রতিনিয়ত ঠকায়।
কি দেখা যায় ওখানে, আলো!
যা আমরা চেয়েছি চিরদিন
তাহলে চলো আলোটুকু নিয়ে আবার নিচে চলে যাই
ওদের সামনে দাঁড়াই, যেন আলোর শিখায় কেবল
মানুষ আর মানবতা দেখা যায়।
নাগরিক মৃত্যুবাসে
নাগরিক মৃত্যুবাসে আমি নুড়ি কুড়াতে আসিনি
আমি খুঁজতে এসেছি
আমলকীর বাগান থেকে ভেসে আসা
অক্সিজেন মোড়ানো বিশুদ্ধ বাতাস।
খুঁজতে এসেছি দেবদারু গাছের ছায়া
বহুদিন যার ছাটা হয়নি ডাল
যার কান্ড বেয়ে বেঁচে আছে ঘন সবুজ পরজীবী
আমি তার তলে দু’দণ্ড বসে নেবো প্রশান্তির নিঃশ্বাস।
বিষণ্ন দাঁড়কাক
অবসাদের দেয়ালে দাঁড়িয়ে,
নিত্যকার বিভ্রমের সাথে স্বল্পদৈর্ঘ প্রেম মিশিয়ে
ভেড়ার লোমের মত তুলো তুলো স্বপ্ন দেখছে
বিষণ্ন দাঁড়কাক।
ব্যাঙের ফূর্তি
হৃদয়ের জলমগ্নতা কাটিয়ে বর্ষা হল শেষ
অথচ, ব্যাঙেরা ফূর্তি করছে বেশ
পূণ্যোৎসবে যোগ দিতো আসা নীরব বেদনারা সাক্ষী দিল
এখানে, পুনরাবৃত্তি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই!
ছবি : লেখক
আরও পড়ুন : Sasraya News, Eid Special, April 7, 2024।। সাশ্রয় নিউজ, ঈদ স্পেশাল।। ৭ এপ্রিল, ২০২৪
এক নজরে 👉 সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ। এছাড়াও রবিবারের সাহিত্য স্পেশাল-এর জন্য উপন্যাস, কবিতা (একধিক কবিতা পাঠালে ভালো হয়। সঙ্গে একটি লেখক পরিচিতি। গল্প, প্রবন্ধ, গদ্য, পুস্তক আলোচনা (আলোচনার জন্য দুই কপি বই পাঠাতে হবে), ভ্রমণ কাহিনী। লেখার সঙ্গে সম্পূর্ণ ঠিকানা ও যোগাযোগ নম্বর থাকতে হবে। অবশ্যই কোনও প্রিন্ট বা ডিজিটাল মাধ্যমে এমনকী কোনও সোশ্যাল মিডিয়াতে বা পোর্টালে পূর্ব প্রকাশিত লেখা পাঠাবেন না। ই-মেল করে লেখা পাঠান। ই-মেল আই ডি : editor.sasrayanews@gmail.com
অথবা : sasrayanews@gmail.com
