



ইডি অভিযানে খোদ শহর কলকাতায় উদ্ধার হল দেড় কোটি টাকা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : কলকাতার সল্টলেকের বহুতল থেকে কোটি টাকা উদ্ধার করলো ইডি।উল্টোডাঙায় আমির খান ঘনিষ্ঠের বাড়িতে ইডি অভিযান চালিয়ে উদ্ধার হল আলমারি বোঝায় 500 টাকার থাকানো কোটি টাকা বলে ইডিসুত্রে খবর। আমির খান ঘনিষ্ঠ উমেশ আগারওয়ালের উল্টোডাঙার ফ্ল্যাটে দেড় কোটি টাকা উদ্ধার করেন ইডি আধিকারিকরা। সঙ্গে উদ্ধার হয়েছে মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি ডায়েরি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে অভিযোগ চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা। Gamming Apps কেলেঙ্কারিতে আমির খানের সঙ্গে যোগসাজশের সুত্রে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন উমেশপুত্র রমেশ আগারওয়ালকে। জানা যায়, এছাড়া শহরের আরও দুটি জায়গায় তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিরা।
