



সাশ্রয় নিউজ ★ কলকাতা : সোমবার কলকাতা হাইকোর্ট-এ জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর (Justice Abhijit Ganguly) কর্ম জীবনের শেষ দিন। রবিবার দুপুরে তিনি ঘোষণা করেন, মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা দেবেন।

এও জানান, সোমবার কোর্টে যাবেন। সোমবার যথারীতি কোর্টে আসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। মামলাকারীদের উদ্দেশ্যে তিনি জানান, “আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমার জায়গায় অন্য কউ আসবেন। তিনি নিশ্চয় আপনাদের সুরাহা করবেন। এক মামলাকারীর কথায়, “১৭ নম্বর এজলাস ছিল আমাদের কাছে মন্দির। আপনি চলে গেলে আমাদের কী হবে।” ওই মামলাকারীর প্রশ্নের উত্তর দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, এদিন বিচারপতি একটি মামলা শোনেন ও অর্ডার দেন। তাঁর হাতে থাকা বাকি ৬৩ টি মামলা ছাড়ে দেন বলে উল্লেখ। চোখে জল মামলাকারীদের। এক মহিলা বিচারপতিকে বলেন, “আমি আপনার কাছ থেকে একটি মামলায় অনেক সুরাহা পেয়েছি। আপনার জন্য আমার সন্তান চিকিৎসা পেয়েছিল। আমি খোরপোষের টাকা পাই। কাল খবরটা পেয়ে ছুটে এসেছি। আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাই।” বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “আমি পায়ে হাত দিয়ে প্রণাম নিই না।” তিনি ওই মহিলার সন্তানের খোঁজ নেন। –ফাইল চিত্র
