



ধূপগুড়িতে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়
সাশ্রয় নিউজ ★ ধূপগুড়ি : ধূপগুড়ি বিধানসভা উপ-নির্বাচনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির তাপসী রায়কে চার হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন। সামাজিক মাধ্যমে দলের প্রার্থীর জয়ের প্রতিক্রিয়া জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ঘৃণা ও ধর্মান্ধতার রাজনীতিকে হারিয়েছে উন্নয়নের রাজনীতি। ধূপগুড়ির উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব’। জয়ের প্রতিক্রিয়া জানান মন্ত্রী ফিরহাদ হাকিমও। ফিরহাদ বলেন, ‘মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে বিশ্বাস রেখেছে। উন্নয়নই শেষ কথা বলবে, সাম্প্রদায়িকতা শেষ কথা বলবে না।’ অন্যদিকে ধূপগুড়ি বিধানসভা ক্ষেত্র পুনরুদ্ধার করে জয়ের উল্লাসে মেতেছেন তৃণমূল কর্মীসমর্থকরা। জয়ের আঁচ আছড়ে পড়েছে রাজ্য রাজনীতিতেও। নির্বাচন ঘোষণা হওয়ার পরে থেকেই রাজ্যের সকলের চোখ ছিল জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভা উপ-নির্বাচনের দিকে। গণনা শেষে শেষ হাসি হাসল রাজ্যের শাসক দলই। জয়ের আবীর মাখলেন তৃণমূল নেতা গৌতম দেবও।
