Sasraya News

Friday, March 14, 2025

Alipurduar : নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

Listen

সাশ্রয় নিউজ ★ কামাখ্যাগুড়ি : নাবালিকাকে ধর্ষণের (Rape) অভিযোগে গ্রেফতার যুবক। ধৃতের নাম সঞ্জয় ওরাওঁ। আলিপুরদুয়ারের (Alipurduar) কুমারগ্রাম থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। মঙ্গলবার ওই যুবকের বিরুদ্ধে বিছর ১৩-র এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে কুমারহাট থানার সাব-ইন্সপেক্টর শিবাজি সিং ও সাব-ইন্সপেক্টর কৌশিকমোহন দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম মঙ্গলবার সঞ্জয়কে পাগলারহাট থেকে গ্রেফতার করে। বুধবার পুলিশ ধৃতকে আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করে। নাবালিকাকে হোমে পাঠানো হয় বলে পুলিশ সূত্রে খবর। -প্রতীকী ছবি 

আরও খবর : TMC : জনগর্জন সভার প্রস্তুতি নরসিংহপুরে

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment