Sasraya News

Wednesday, March 19, 2025

Gaja : গাজায় যুদ্ধ বিরতিকে স্বাগত ইইউ-এর

Listen

গাজায় যুদ্ধ বিরতিকে স্বাগত ইইউ-এর

সাশ্রয় নিউজ ★ মেক্সিকো সিটি : গাজায় যুদ্ধ বিরতিকে স্বাগত জানায় ইইউ বা ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে জানায়, “ইজরায়েল ও ফিলিস্তিনি ইসলামিক আন্দোলনের ভেতর ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানাই। এরফলে আসপাশের হিংসার অবসান হবে।” উল্লেখ্য, শনিবার গাজায় ইজরায়েল ও ফিলিস্তিনি রাত ১০ টা নাগাদ যুদ্ধবিরতিতে সম্মত হন। এবং তাঁদের মধ্যস্থতা করে ইরান। ইউরোপীয় ইউনিয়ন, মিশরের মধ্যস্থতাকে স্বাগত জানায়। তাঁরা এও বলেন, স্থানী রাজনৈতিক সমাধানের জন্য কাজ করার করতে বলেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে উল্লেখ।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment