সুজয়নীল দাশগুপ্ত, সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার ঘোষণা করল ভারতের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজের দল। চোট সারিয়ে দলে ফিরেছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma)। তার নেতৃত্বেই শক্তিশালী ভারতীয় দলের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। নভেম্বরের মাঝামাঝি শুরু হতে যাওয়া এই সিরিজের প্রথম ম্যাচ হবে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে (Eden Gardens), আর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে (Barsapara Stadium)।
সাম্প্রতিক ফর্ম অনুযায়ী দু’দলই ভাল অবস্থায় আছে। ভারত সদ্য ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) টেস্টে চুনকাম করেছে, অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করেছে প্রোটিয়ারা। সেই সিরিজে খেলতে পারেননি বাভুমা, নেতৃত্ব দিয়েছিলেন ওপেনার এডেন মার্করাম (Aiden Markram)। এবার সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরছেন দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক, ফলে দল আরও ভারসাম্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন ক্রিকেট মহল।
দক্ষিণ আফ্রিকার ঘোষিত ১৫ সদস্যের দলে তিনজন স্পেশালিস্ট স্পিনারকে রাখা হয়েছে, কেশব মহারাজ (Keshav Maharaj), সিমন হারমার (Simon Harmer) এবং সেনুরান মুত্থুস্বামী (Senuran Muthusamy)। ভারতীয় উপমহাদেশের স্পিন সহায়ক উইকেট মাথায় রেখেই এমন দল সাজানো হয়েছে বলে মনে করছেন ক্রীড়াবিদরা। পাশাপাশি গতিময় বোলিংয়ে নেতৃত্ব দেবেন কাগিসো রাবাডা (Kagiso Rabada), মার্কো জানসেন (Marco Jansen) এবং কোরবিন বশ (Corbin Bosch)।বিস্ময়করভাবে বাদ পড়েছেন তরুণ ডেভিড বেডিংহাম (David Bedingham), তিনি পাকিস্তানের বিপক্ষে শেষ সিরিজে খেলেছিলেন। কোচ শুকরি কনরাড (Shukri Conrad) জানিয়েছেন, “ভারতের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে নতুন করে পরীক্ষা-নিরীক্ষার জায়গা নেই। আমরা আমাদের মূল কম্বিনেশন নিয়েই নামতে চাই। পাকিস্তান সিরিজে যেভাবে দল লড়েছিল, সেই অভিজ্ঞতাই ভারতের বিরুদ্ধে কাজে লাগবে।” অন্যদিকে, ভারতের জন্যও এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারত। দক্ষিণ আফ্রিকা আছে পাঁচ নম্বরে। ফলে ইডেন ও গুয়াহাটির এই দুই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে উভয় দলের ভবিষ্যৎ অবস্থান। বিশেষ করে বাভুমার ফেরা প্রোটিয়াদের মনোবল বাড়াবে, কারণ তাঁর নেতৃত্বে দল অনেক সময়েই চাপ সামলে এগিয়ে গিয়েছে।
বাভুমা সাংবাদিকদের বলেন, “ভারতের বিপক্ষে সিরিজ মানেই চ্যালেঞ্জ। ইডেনের মতো মাঠে টেস্ট খেলা যেকোনও ক্রিকেটারের স্বপ্ন। আমরা আত্মবিশ্বাসী যে আমাদের দল লড়াইয়ের জন্য প্রস্তুত।” টেস্টের আগে ভারত ও দক্ষিণ আফ্রিকার ‘এ’ দল দুটি চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে, যা নবীন ক্রিকেটারদের পারফরম্যান্স যাচাইয়ের সুযোগ দেবে। ভারতীয় শিবির থেকেও আশা করা হচ্ছে তরুণদের মধ্যে কয়েকজনকে এই সিরিজে দেখা যেতে পারে।প্রোটিয়াদের এই স্কোয়াড দেখে স্পষ্ট যে তারা ভারতে স্পিন আক্রমণের উপর জোর দিচ্ছে। পাশাপাশি রাবাডা ও জানসেনের মতো পেসারদের আক্রমণ যে কোনও ব্যাটিং লাইন-আপকে বিপদে ফেলতে পারে। অন্যদিকে, ভারতীয় দলও ঘরের মাঠে অপরাজেয়। অশ্বিন (Ravichandran Ashwin), জাদেজা (Ravindra Jadeja) ও বুমরাহর (Jasprit Bumrah) উপস্থিতিতে দলের বোলিং আক্রমণ অত্যন্ত শক্তিশালী। ফলে দুই দলের লড়াইয়ে রোমাঞ্চ নিশ্চিত। ক্রিকেট মহলে ইতিমধ্যেই এই সিরিজকে “মিনি ফাইনাল” বলা হচ্ছে, কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে এগিয়ে যেতে হলে এই সিরিজে জয় অপরিহার্য। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট শুরু হবে ১৪ নভেম্বর, আর দ্বিতীয় টেস্ট গুয়াহাটিতে ২২ নভেম্বর থেকে।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড :
টেম্বা বাভুমা (অধিনায়ক), আইডেন মার্করাম, ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis), টনি ডে জর্জি (Tony de Zorzi), রায়ান রিকেলটন (Ryan Rickelton), ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs), কাইল ভেরেইন (Kyle Verreynne), জুবায়ের হামজা (Zubayr Hamza), কোরবিন বশ, মার্কো জানসেন, উইয়ান মুল্ডার (Wiaan Mulder), সেনুরান মুত্থুস্বামী, সিমন হারমার, কাগিসো রাবাডা, কেশব মহারাজ।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ভারতীয় মাটিতে দক্ষিণ আফ্রিকার জন্য এটি হবে আত্মপ্রমাণের সিরিজ। চোট কাটিয়ে ফেরা বাভুমার নেতৃত্ব, স্পিন নির্ভর দল এবং রাবাডা-জানসেনের পেস আক্রমণ, সব মিলিয়ে প্রোটিয়াদের চ্যালেঞ্জে ভারতীয় দলকেও সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে নামতে হবে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : West Bengal Voting-politics: পশ্চিমবঙ্গের ভোট-রাজনীতি: এগিয়ে কে-বিজেপি, তৃণমূল, সিপিএম না কংগ্রেস (আজ কুড়ি-তম কিস্তি)




