



ইসলামপুরে খুন চা বাগান মালিকের ছেলে
সাশ্রয় নিউজ ★ উত্তর দিনাজপুর : গভীর রাতে দুষ্কৃতীরা আক্রমণ করেন উত্তর দিনাজপুরের এক চা বাগান মালিকের বাড়িতে। দুষ্কৃতীরা চা-বাগান মালিকের ছেলেকে নলি কেটে খুন করে বলে উল্লেখ। মৃতের নাম অভিজিৎ তরফদার। দুষ্কৃতীদের বাধা দিতে গেলে অভিজিৎবাবুর মাকেও এলোপাতাড়ি কোপানোর অভিযোগ। পুলিশ সূত্রে খবর, পরিবার থেকে অভিযোগ পেয়ে ঘটনায় মৃত অভিজিৎ তরফদাদের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
