Sasraya News

Thursday, February 13, 2025

West Bengal Left Front Candidates : পাঁচ আসনে প্রার্থী ঘোষণা বামেদের। ডায়মন্ড হারবারে প্রার্থী প্রতিকুর রহমান

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ডায়মন্ড হারবারে বামেদের চমক। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে আরও পাঁচটি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে বামেরা (West Bengal Left Front Candidates)। শুক্রবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose) ঘোষণা করেন ওই পাঁচ কেন্দ্রের প্রার্থীদের নাম। এবার লোকসভা ভোটে তরুণ ও তরুণতর প্রার্থীদের বামেরা সামনে আনে। সিপিআই (এম) প্রাক্তন এসএফআই নেতা প্রতিকুর রহমানকে (Pratikur Rahaman) ডায়মন্ড হারবারে (Diamond Harbour) প্রার্থী করেছে এবার।

উল্লেখ্য যে, ওই আসনে গতকাল বৃহস্পতিবার ISF -ও তাঁদের প্রার্থী ঘোষণা করে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও ওই আসনে প্রার্থী দিয়েছে SUCI…
বাম প্রার্থী প্রতিকুর রহমান ওই এলাকারই বাসিন্দা। তিনি বর্তমানে সিপিআই (এম) রাজ্য কমিটির সদস্য (Member Of CPIM State Committee)।

এছাড়াও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বামপ্রার্থী দেবদূত ঘোষ। একই আসনে প্রার্থী বিজেপির অর্জুন সিং ও তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিক। ঘাটাল কেন্দ্রে সিপিআই (CPIM) প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়। বারাসতে লড়বেন বামপ্রার্থী ফরওয়ার্ড ব্লকের (Forward Block)  প্রবীর ঘোষ। বসিরহাটে বামেরা প্রার্থী করেছে প্রাক্তন বিধায়ক সিপিআই (এম) নেতা নিরাপদ সর্দারকে (Nirapada Sardar)।

আরও পড়ুন : Mahua Moitra : মেজাজ হারালেন মহুয়া মৈত্র, তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment