Sasraya News

Thursday, June 19, 2025

weather : বর্ষার বিদায়ে দেরি, বৃষ্টির পূর্বাভাস

Listen

বর্ষার বিদায়ে দেরি, বৃষ্টির পূর্বাভাস

সাশ্রয় নিউজ : একাদশীতেও বৃষ্টির পূর্বাভাস জানালো হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেরি হতে পারে এবছর বর্ষা যেতে। বিজয়া দশমীর দিন রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিভাবে বৃষ্টি হতে পারে বলে জানা যায়। বিক্ষপ্ত বৃষ্টি হয়েছেও। বৃষ্টির জন্য কোথাও কোথাও বিঘ্নিত হয়েছে প্রতিমা বিসর্জন। আজকে আলিপুর আবহাওয়া দপ্তর সুত্রে খবর উত্তর চব্বিশ পরগণা, কলকাতা, কলকাতা, হাওড়ায় বৃষ্টি হতে পারে বজ্র-বিদ্যুৎসহ। শুধু হাওড়া, কলকাতা বা উত্তর চব্বিশ পরগণাই না বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও। সপ্তাহের শেষে উত্তরবঙ্গেও ভারি ধরণের বৃষ্টিপাত হতে পারে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment