Sasraya News

SBSTC Bus : বর্ধমানে বাসে ধোঁয়া

Listen

বর্ধমানে বাসে ধোঁয়া 

সাশ্রয় নিউজ : হঠাৎই বাসে আগুনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বর্ধমানে। এস বি এস টি-এর ওই বাসটি নবাবহাট থেকে গাঙপুর হাটতলা যাচ্ছিল। টাউন সার্ভিসের ওই বাসে হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বাসটি যাত্রী ভর্তি ছিল বলে সুত্রের খবর। ড্রাইভার জানান, গাড়ির টার্বো মেশিনে সমস্যার জন্য বাসে ধোঁয়া হয়েছে। বাসটিতে ব্রেক ডাউনের ঘটনা ঘটে। 

সোমবার বিকেলের এই ঘটনায় যাত্রীদের মধ্যে চাঞ্চল্য দেখা যায়। বাসটিকে যাত্রীরা দাঁড় করিয়ে দ্রুত বাস থেকে নেমে পড়েন বলে খবর। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read