



যমজ সন্তানের মা হলেন নয়নতারা! নেটপাড়া হুলুস্থুল
সাশ্রয় নিউজ : নয়নতারা ও বিঘ্নেশ শিভান-এর প্রেমের সম্পর্ক বিয়েতে পরিণত হয় চলতি বছরের জুন মাসে। বিয়ের পরে এই সেলেব্রিটি জুটিকে নিয়ে বিস্তার চর্চা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি প্রিন্ট, ইলেকট্রনিকস মিডিয়ায়। বিয়ের পরে নয়নতারা ও বিঘ্নেশ তাঁদের মধুচন্দ্রিমার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। দক্ষিণী সিনেমার এই সেলিব্রেটি যুগলকে শুভেচ্ছাবার্তায় ভাসিয়ে নিয়ে গিয়েছেন তাঁদের মুগ্ধ অনুরাগীরা। তাঁদের উচ্ছ্বাস হাজারগুণ বেড়ে যায় যমজ নয়নতারার যমজ পুত্র সন্তানের মা হওয়ার খবরে। সম্প্রতি নয়নতারা-এর স্বামী বিঘ্নেশ শিভান ইনস্টাগ্রামে তাঁদের যমজ সন্তানের ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে যমজ সন্তানের পা। এবং মাতৃত্ব ও পিতৃত্বের আনন্দে বিহ্বল হ্যাপি কাপল নয়নতারা ও বিঘ্নেশকে।
কিন্তু হঠাৎ বিঘ্নেশের ওই পোস্টের পরের দিন সংবাদমাধ্যম সুত্রে খবর, তামিলনাড়ু সরকার জানতে চায়, বিয়ের চার মাসের মাথায় কীভাবে যমজ সন্তান সম্ভব! প্রশ্ন অনেক। ওই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণ্যম জানিয়েছেন বলে জানা যাচ্ছে। এও খবরে প্রকাশ, সরকারের পক্ষে স্বাস্থ্য-দপ্তরও পৌঁছতে পারে বিঘ্নেশ ও নয়নতারার ঘরে!
