



সাশ্রয় নিউজ ★ কলকাতা : আসন্ন লোকসভা নির্বাচন ২০২৪-প্রাথমিক পর্যায়ে প্রার্থী তালিকা (Left front Lok Sabha Election Candidate 2024) প্রকাশ করেছে বামেরা। প্রাথমিক পর্যায়ে দেখা যায় যে, রাজ্যের প্রাক্তন শাসক দল ১৩ জন প্রার্থীর নাম সামনে নিয়ে এসেছেন। বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থীরা লড়বেন যথাক্রমে –
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র : দেবরাজ রমন, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র : সায়রা শাহ হালিম, যাদবপুর লোকসভা কেন্দ্র : সৃজন ভট্টাচার্য্য, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র : এস এম সাদি, হাওড়া লোকসভা কেন্দ্র : সব্যসাচী চ্যাটার্জি, দমদম লোকসভা কেন্দ্র : ডঃ সুজন চক্রবর্তী, শ্রীরামপুর লোকসভা কেন্দ্র : দীপ্সিতা ধর, হুগলী লোকসভা কেন্দ্র : মনোদীপ ঘোষ, তমলুক লোকসভা কেন্দ্র : সায়ন ব্যানার্জী, বাঁকুড়া লোকসভা কেন্দ্র : নীলাঞ্জন দাশগুপ্ত, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র : শীতল কৈবর্ত, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র : নীরব খাঁ, আসানসোল লোকসভা কেন্দ্র : জাহানারা খান। -সংগৃহীত চিত্র
আরও খবর : Hariyana CM Nayab Singh Saini : হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হলেন নায়ার সিং সাইনি
