



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ২৭ আগষ্ট নবান্ন অভিযোগের ডাক ছাত্র সমাজের। নবান্ন অভিযানকে কেন্দ্র করে কড়া প্রহরা কলকাতায়। নবান্ন অভিযানকে তীব্র কটাক্ষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “তদন্ত করছে সিবিআই, মামলা চলছে সুপ্রিম কোর্টে। কারা বলছে নবান্ন চলো? এই নবান্ন অভিযানের পিছনে রয়েছে বিজেপি, আরএসএস আর সিপিএম। ধানতলা, বানতলা ও তাপসী মালিকের ধর্ষণের ঘটনায় কি মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছিলেন? চক্রান্তকারীরা বলছে, রাজনীতি করার জন্য মৃতদেহ চাই। আরজি করের বিচার চাইলে, আমাদের সবার একটাই স্বর। কিন্ত, মুখ্যমন্ত্রীর ইস্তফা চাইলে ময়দানে খেলা হবে। বেআইনি, অবৈধ ভাবে কালকের নবান্ন অভিযান ডাকা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় লোক খেপিয়ে অরাজকতা তৈরির চেষ্টা চলছে। যারা বাংলায় প্রত্যাখ্যাত হয়েছে, তারা উস্কানি দিয়ে হিংসা করাতে চাইছে। বাইরের রাজ্য থেকেও বাংলায় নাশকতার জন্য লোক ঢোকানো হতে পারে। পুলিশের পোশাক পরে গুলি চালিয়ে সরকারকে বদনাম করার চেষ্টা হতে পারে। কাল পরীক্ষা রয়েছে, ছাত্র সমাজের নামে অরাজকতা তৈরির চেষ্টা হচ্ছে। বিরোধীরা শকুনের রাজনীতি করছে।” কুণাল ঘোষ-এর মন্তব্যের বিরোধিতা বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।
ছবি : সংগৃহীত
আজও খবর : Weather : সোমবারও বৃষ্টি রাজ্যে
