Sasraya News

Thursday, February 13, 2025

Kabuliwala, Film Review : কাবুলিওয়ালা-এর জন্য মিঠুন চক্রবর্তী জাতীয় পুরস্কার পেতে পারেন

Listen

সোমা বিশ্বাস ★ সাশ্রয় নিউজ : “মাটি ছেড়ে দূরের দেশে পাড়ি দেবার সময় কিছু টান পিছু ছাড়ে না… ” এক অসম্ভব সুন্দর সুরেলা কণ্ঠ দিয়ে অনির্বাণ সিনেমার মুড তৈরি করে দিলেন। শুরু থেকেই প্রথম দৃশ্যের পর থেকেই। তারপর আফগানিস্তান থেকে হিন্দুস্তান অসমবয়সী বন্ধুত্ব বাবা ও মেয়ের যা অত্যন্ত স্নেহের হৃদয় দিয়ে গড়া প্রীতির সম্পর্ক সন্দেহ, ধর্ম সম্প্রীতি সমস্যা অনেক কিছু উঠে এল রবি ঠাকুরের গল্প থেকে অনুপ্রাণিত এই কাহিনী যে যুগ যুগান্তরের কখনও পুরনো হবে না। চির সবুজ সময়ের বুকে।

 

 

অনেক ছোটবেলায় ছবি বিশ্বাসের কাবুলিওয়ালা (Kabuliwala) দেখেছি। এখানে অন্যরকম কাবুলিওয়ালা মিঠুন চক্রবর্তী’র (Mithun Chakraborty)  চোখ আর নিষ্পাপ শক্তিশালী দৃষ্টি অনেকটা চরিত্র তৈরি করে দিল। তিনি হৃদয় নিংড়ে অভিনয় করেছেন, যা সকলের ভালো লাগবে। কখনও কখনও কাঁদাবে। মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিওয়ালা দেখতে দেখতে কখনও কখনও তার স্নেহ মাখা কথা ডাক বা দৃষ্টিতে নিজের বাবাকে খুঁজে পাচ্ছিলাম! বহুবার চোখের জল কখন যে এসে চোখের কোনায় কোনায় জমা হচ্ছিল বা ঝরে পড়ছিল বুঝতেও পারছিলাম না! অজান্তেই ঝরে পড়ছে, শাশ্বতীর হাত যে কখন সান্তনার আদরে কয়েকবার কাঁধ ছুয়ে গেল… সেটা বুঝতেও পারছিলাম। বাংলার মিঠুন চক্রবর্তী যদি এই সিনেমাটার জন্য আবারও জাতীয় পুরস্কার পান তাহলে আমার মনে হয় না সেটা অবিচার করা হবে। এই অভিনয় সেই বিচারেরই কথা বলবে সেটা অবশ্য সময় বলবে। যাঁরা গল্প ভালবাসেন, বাবার স্নেহ ভালবাসেন। বাবা-মার ভালবাসা পেতে চান তাঁদের জন্য বলছি, এই কাবুলিওয়ালাকে একবার চোখে দেখে নিন। মিনির চরিত্রে শিশু শিল্পীটিও চমৎকার অভিনয় করলেন। সঙ্গে আবির সোহিনী সহ আরও সকলে যথাযথ। শেষে আবার অরিজিতের কণ্ঠে একটি গান দিয়ে পরিচালক সুমন ঘোষ পরিচালনার সুন্দর রেশ রেখে গেল “ভাবো যদি ফিরে যাওয়া যায়…!” কাবুলিওয়ালা-এর চোখ ধাঁধানো মুগ্ধতার রেস নিয়েই হল থেকে বেরিয়ে আসা। গল্পের মিনি ও সিনেমার মিনির সঙ্গে একাত্মতা! –সংগৃহীত ছবি 

আরও খবর : Mamata Banerjee Injured : বাড়িতে পড়ে গিয়ে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment