



অস্থায়ী পুরকর্মী খুনের অভিযুক্ত গ্রেফতার
সাশ্রয় নিউজ ★ হাওড়া : অস্থায়ী পুরকর্মী শঙখ চট্টোপাধ্যায় খুনের মুল অভিযুক্তকে ব্যারাকপুর থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সঞ্জীব কর্মকার। পুলিশ ধৃতকে হাওড়া জেলা আদালতে তোলে। আদালত সোমবার তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। উল্লেখ্য যে, রবিবার সালকিয়ায় নিজের বাড়িতে খুন হন শঙ্খ চট্টোপাধ্যায়। পুলিশ খুনের মামলা দায়ের করেন তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে খবর, শঙখ চট্টোপাধ্যায় ও সঞ্জীব কর্মকার একত্রে বসে নিজের বাড়িতে মদ্যপান করছিলেন। উভয়ের ভেতর বচসা তৈরি হলে সঞ্জীব শঙখকে মদের বোতল দিয়ে আঘাত করে খুন করেন। ঘটনার তদন্ত চলছে। পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করে বলে উল্লেখ।
ছবি : প্রতীকী
