Himanta Biswa Sarma | হিমন্ত বিশ্ব শর্মার শুভেচ্ছা বার্তা: চিরাগ পাসওয়ানকে জন্মদিনে শ্রদ্ধা ও শুভকামনা জানালেন অসমের মুখ্যমন্ত্রী

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ গৌহাটি, ৩০ অক্টোবর: ভারতের রাজনীতিতে সৌহার্দ্য ও সহমর্মিতার এক উজ্জ্বল উদাহরণ তৈরি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। বৃহস্পতিবার সকালে তিনি কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ ও শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ানকে (Chirag Paswan) জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে উষ্ণ বার্তা শেয়ার করেছেন। নিজের সরকারি এক্স (X) অ্যাকাউন্টে (আগের টুইটার) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন :  — “Hon’ble Union Minister Shri @iChiragPaswan ji-কে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তিনি ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন, কৃষকদের উৎপাদনে মূল্য সংযোজন ও আয় বৃদ্ধিতে তাঁর প্রচেষ্টা প্রশংসনীয়। মা কামাখ্যা (Maa Kamakhya) ও মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের (Srimanta Sankardev) কাছে প্রার্থনা করছি তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য।

এই শুভেচ্ছা বার্তা রাজনীতির সীমারেখা পেরিয়ে মানবিকতার এক অনন্য নিদর্শন হিসেবে ধরা হচ্ছে। উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রভাবশালী মুখ হিমন্ত বিশ্ব শর্মা প্রায়ই বিভিন্ন জাতীয় নেতাদের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দিতে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন। তাঁর এই বার্তায় যেমন রাজনৈতিক সৌজন্য প্রকাশ পেয়েছে, তেমনই উঠে এসেছে ব্যক্তিগত শ্রদ্ধা ও আঞ্চলিক সংস্কৃতির গভীর সংযোগ। উল্লেখ্য, চিরাগ পাসওয়ান, বর্তমানে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। তিনি লোক জনশক্তি পার্টির (Lok Janshakti Party – LJP) সভাপতি এবং প্রয়াত রাম বিলাস পাসওয়ানের (Ram Vilas Paswan) উত্তরাধিকার বহন করছেন। তাঁর নেতৃত্বে মন্ত্রকটি “ভ্যালু অ্যাডেড অ্যাগ্রো ইকোনমি” এবং “মেক ইন ইন্ডিয়া”-এর ধারণাকে গ্রামীণ উন্নয়নের সঙ্গে যুক্ত করছে। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে দেশজুড়ে খাদ্য প্রক্রিয়াকরণ ক্লাস্টার এবং কোল্ড স্টোরেজ প্রকল্পে বিনিয়োগ বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেও একজন কৃষি-সহায়ক নীতিনির্ধারক হিসেবে পরিচিত। তাঁর শুভেচ্ছা বার্তায় সেই কৃষিকেন্দ্রিক ভাবনা স্পষ্ট। তিনি উল্লেখ করেছেন যে, চিরাগ পাসওয়ান ভারতের কৃষকদের উৎপাদনকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তুলতে “ভ্যালু চেইন” উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, এই শুভেচ্ছা বার্তা শুধু আনুষ্ঠানিক সৌজন্য নয়, বরং উত্তর-পূর্ব ও উত্তর ভারতের মধ্যে রাজনৈতিক সহযোগিতার বার্তা হিসেবেও ব্যাখ্যা করা যেতে পারে। চিরাগ পাসওয়ানের দল এনডিএ (National Democratic Alliance)-এর একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং বিগত কয়েক মাসে বিজেপি (BJP)-র সঙ্গে তাঁর সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। অন্যদিকে, হিমন্ত বিশ্ব শর্মা নিজেও এনডিএ-র অন্যতম প্রভাবশালী মুখ এবং উত্তর-পূর্ব রাজনীতিতে তাঁর কৌশলগত প্রভাব অস্বীকার করা যায় না।

আরও পড়ুন : West Bengal Voting-politics: পশ্চিমবঙ্গের ভোট-রাজনীতি: এগিয়ে কে-বিজেপি, তৃণমূল, সিপিএম না কংগ্রেস (আজ বাইশ-তম কিস্তি)

এক রাজনৈতিক সমালোচক মন্তব্য করেছেন, “হিমন্ত বিশ্ব শর্মা যখন শুভেচ্ছা বার্তায় কৃষক, শিল্প ও আঞ্চলিক ঐতিহ্যের কথা বলেন, তখন তা শুধু শুভেচ্ছা নয়, একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক বার্তা। চিরাগ পাসওয়ান জাতীয় রাজনীতিতে উদীয়মান মুখ, তাঁর সঙ্গে এই বন্ধুত্ব ভবিষ্যতের কেন্দ্র রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হতে পারে।চিরাগ পাসওয়ানকে তাঁর ভক্ত ও দলীয় কর্মীরা ‘যুব নেতার নতুন প্রতীক’ হিসেবে অভিহিত করছেন। লজপা (LJP) অফিসে দিনভর উদযাপনের পাশাপাশি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা এসেছে। বিহার (Bihar)-এর হাজিপুর (Hajipur) থেকে দিল্লি (Delhi) পর্যন্ত তাঁর দলের কর্মীরা দুস্থদের মধ্যে খাবার ও পোশাক বিতরণ করেছেন। চিরাগ পাসওয়ান প্রতিক্রিয়ায় নিজের এক পোস্টে লিখেছেন, “অসমের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজিকে ধন্যবাদ। তাঁর শুভেচ্ছা ও আশীর্বাদ আমার কাছে অনুপ্রেরণা। আমি প্রতিজ্ঞাবদ্ধ ভারতের কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাওয়ার।

আরও পড়ুন : Himanta Biswa Sarma Statement, | DY365-এর OB ভ্যান পোড়ানোয় গ্রেপ্তার রাশিম আলি : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কড়া বার্তা, ‘অসমে আইনের শাসনই চূড়ান্ত’ 

রাজনৈতিক মহল বলছে, এই দুই তরুণ প্রজন্মের নেতা, হিমন্ত বিশ্ব শর্মা ও চিরাগ পাসওয়ান ভবিষ্যতের ভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। যেখানে প্রশাসনিক দক্ষতা, সাংস্কৃতিক সংবেদনশীলতা ও উন্নয়ন ভাবনা একসঙ্গে চলবে। অসমে মা কামাখ্যা মন্দিরের নাম উচ্চারণ করে শুভেচ্ছা জানানো হিমন্ত বিশ্ব শর্মার বার্তা তাঁর আঞ্চলিক ঐতিহ্যের প্রতীক হিসেবেও ধরা হচ্ছে। তাঁর প্রতিটি বার্তায় স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় অনুভূতির ছোঁয়া থাকে, যা সাধারণ মানুষের কাছে সহজেই পৌঁছে যায়। এই শুভেচ্ছা বিনিময় তাই শুধুমাত্র এক রাজনৈতিক আচার নয়, এটি এক আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক সেতুবন্ধনের প্রকাশ। চিরাগ পাসওয়ানের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা যে মানবিক বার্তা দিয়েছেন, তা ভারতের নতুন প্রজন্মের রাজনীতিতে সহযোগিতা, সম্মান ও পারস্পরিক শ্রদ্ধার মূল্যবোধকে আরও শক্তিশালী করে তুলেছে।

ছবি : x 

আরও পড়ুন : Assam politics 2025, Himanta Biswa Sharma news | আসামে ঐতিহাসিক অধিবেশন: বহুবিবাহ ও লাভ-জিহাদ বিরোধী বিল আনছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাস শর্মা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন