Sasraya News

Wednesday, June 18, 2025

Firing at Bhatpara: ফিল্মী স্টাইলে গুলি : ভাট পাড়ায় আহত যুবক

Listen

ভাটপাড়া : সাশ্রয় নিউজ : মঙ্গলবার রাত্রি বেলা দুষ্কৃতীর গুলিতে আহত তৃণমূল কংগ্রেস এক সদস্য । ঘটনাটি ঘটেছে ভাটপাড়া 7 নম্বর ওয়ার্ডের ছকুসাউএরগলিতে । আহত যুবকের নাম গৌরব প্রসাদ।
সূত্রের খবর মঙ্গলবার রাত্রি বেলা ভাটপাড়া তৃণমূল পার্টিএফিস থেকে বেড়িয়ে বাড়ি যাবার প্রস্তুতি নিচ্ছিলেন গৌরব আর তখনই বাইকে করে ফিল্মি স্টাইলে এসে গুলি ছুড়ে দুষ্কৃতিরা। ঘটনা স্থলেই লুটিয়ে পরে যুবক। গুলি মেরেই চম্পট দেয় দুষ্কৃতিরা। আসে পাশের মানুষ ছুটে এসে আহত যুবককে কলকাতার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর।
উল্ট দিকে স্থানীয় থানা খবর পেয়ে ঘটনা স্থলে গাড়ি বোঝায় পুলিশ ছুটে এলেও দুষ্কৃতিদের কোন খোঁজ করতে পারেননি।


প্রত্যক্ষদর্শীর কথায় জানা যায় যে ঘটনার কিছু আগেই গুলিবিদ্ধ ঐ যুবক পার্টি অফিসেই ছিলেন ওখান থেকে বেড়িয়ে আসছিলেন আর তখনই আচমকিতেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

ঠিক কি কারনে তার উপর হামলা চালালো তার কোন হদিস মেলেনি খবর পাওয়া পর্যন্ত । এই হামলার পিছনে ব্যক্তিগত ক্ষোভ নাকি কোন রাজনৈতিক কারণ রয়েছে তার অনুসন্ধান করবে পুলিশ। যদিও পুলিশ ই বিষয়ে এখনো কোন মন্তব্য করেননি। স্থানীয় তৃণমূল কংগ্রেস এর পক্ষে বক্তব্য । এই ঘটনা একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে । পুলিশ এসেছে এখন কে বা কারা এর পিছনে রয়েছে তার ব্যবস্থা নিশ্চয় প্রশাসন করবে বলে আস্থা রয়েছে। যদিও স্থানীয় সূত্রে খবর পুলিশ ইতি মধ্যেই চারপাশের সিসিটিভি ফুটেজ চেক করা শুরু করে দিয়েছেন । তাবে ব্লা যায় যে মন কশাকশী না দলীয় কোন্দল তা এ বিষয়ে ধবন্দে পুলিশ ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment