



২৯ মার্চ ধর্নায় না পুলিশের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : মহার্ঘভাতার দাবিতে গান্ধী মূর্তির সন্নিকটে ধর্না আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা। একই সঙ্গে চলছে তাঁদের অনশন। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, সরকার পক্ষের ওপর ক্রমাগত চাপ তৈরি করছেন আন্দোলনকারীরা। একের পর এক আন্দোলনের পথ ওই আন্দোলনকে শক্তিশালী করছে। সরকার যতক্ষণ না দাবি মানছেন, নিজেদের দাবি থেকে নড়তে রাজি নন আন্দোলনকারীরা। ২৯ মার্চ শহীদ মিনারে একটি বিশেষ রাজনৈতিক দলের সভা, তাই ওই দিন ধর্নায় না বসার জন্য পুলিশ নির্দেশ দিয়েছেন বলে উল্লেখ।
