Sasraya News

Basudeb Achariya Passed Away : বাসুদেব আচারিয়া প্রয়াত

Listen

বাসুদেব আচারিয়া প্রয়াত

সাশ্রয় নিউজ ★ কলকাতা : প্রয়াত হলেন বর্ষিয়াণ সিপিআই(এম) নেতা বাসুদেব আচারিয়া (CPIM Leader Basudeb Achariya Passed Away)  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। আজ বেলা ১২ টা নাগাদ প্র‍য়াত হন সিপিআই (এম) -এর প্রাক্তন সাংসদ (Cpim Former MP) দীর্ঘদিন থেকে শ্রী আচারিয়া বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। হায়দ্রাবাদে (Hydrabad) তাঁর চিকিৎসা চলছিল। প্রসঙ্গত উল্লেখ্য যে, বাসুদেব আচারিয়া (Basudeb Achariya) বাঁকুড়া (Bankura) থেকে ৯ বার সাংসদ হন। সিপিআই(এম) (Member of Cpim Central Committee)  -এর কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাঁর রাজনৈতিক জীবনের শুরু থেকে। ১৯৮০ সালে তিনি প্রথম সাংসদ হন। বাম-আন্দোলনের এই বর্ষিয়াণ নেতার প্র‍য়াণে শোকের ছায়া বামদল সহ রাজনৈতিক মহলে।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read