



সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : অরবিন্দ কেজরীওয়াল -এর (Arvind Kejriwal) রক্ষা কবচের আর্জি নাকচ করেছে দিল্লি হাইকোর্ট। তারপরেই বৃহস্পতিবার সন্ধেবেলা কেজরীওয়ালের দিল্লির বাড়িতে পৌঁছয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কী গ্রেফতার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী? নাকি আফগারী দুর্নীতি মামলায় শুধুই জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে ইডি! ২১ মার্চ তাঁর ইডি দফতরে হাজিরার কথা ছিল। এর আগেও তাঁকে ন’বার ইডি নোটিশ পাঠায় বলে উল্লেখ। -ফাইল চিত্র
আরও খবর : World Poetry Day : বিশ্ব কবিতা দিবসে মমতা রায় চৌধুরী এর গদ্য ‘কবিতায় আবদ্ধ মন… ‘
