



দীপান্বিতা রায় সরকার
সব চাই যে
গাছেদের যে ছায়াপথ, মাঠেদের মতো বিস্তৃত।
চাইবো সেটা আজীবন সঙ্গ দিক।
মেঘেদের যে আলাপন, বজ্রের সন্ধি সকল,
সব অর্জনই থাকুক ভীষন আন্তরিক।
এই যে নরম কঠিন, আলোছায়া উপত্যকা,
নির্মাণ ভেঙেছে যা এই বর্ষণে।
জানি সব জল সরে যায়, দাগ মুছে যায়
দিন চলে যায় দিনান্তের দর্শনে।
প্রথমে চাইব সেসব, যা কিছু এই জাগতিক
প্রারম্ভিক শব্দ থেকে, সব কিছু শেষ অব্দি।
সব কিছু শোক ও বিলাপ, পাখিদের সব কলতান।
সহজ কঠিন প্রবলতার মন্ত্র দিক।
অঙ্কন : প্রীতি দেব
🌞সাশ্রয় নিউজে আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ, গল্প, কবিতা, গদ্য, প্রবন্ধ, উপন্যাস, পুস্তক আলোচনা… ই-মেল : editor.sasrayanews@gmail.com
