Sasraya News

Saturday, February 15, 2025

Arun Kumar Chakraborty Death : ‘লাল পাহাড়ির দেশে যা…’ গান -এর কবি অরুণ কুমার চক্রবর্তী প্রয়াত

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ চুঁচুড়া : ‘লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা’ গানের স্রষ্টা কবি অরুণ কুমার চক্রবর্তী প্রয়াত হয়েছেন (Arun Kumar Chakraborty Death)। কবির এই কবিতা পরে গানে রুপান্তর ঘটে। দেশ ও বিদেশে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন কবি অরুণ কুমার চক্রবর্তী। সাশ্রয় নিউজ তাঁকে চকলেট কবি হিসেবে আখ্যায়িত করেন। 

সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হন। এবং ভারতীয় সাহিত্যের এই জনপ্রিয় কবি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বিশেষ সূত্রে খবর যে, শুক্রবারও মোহরকুঞ্জে অনুষ্ঠিত জঙ্গলমহল অনুষ্ঠানে অংশ নেন প্রবাদপ্রতিম এই কবি। এছাড়াও পরিবার সূত্রে জানা যায় যে, করোনার পরে ফুসফুসে সমস্যায় ভুগছিলেন। তবে এ মুহূর্তে শারীরিকভাবে সুস্থ্য ছিলেন বলে উল্লেখ। তবে শুক্রবার হুগলির চুঁড়ুড়ার ফার্ম সাইড রোডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে অকস্মাৎ তিনি প্রয়াত হলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সাহিত্য জগতে। উল্লেখ্য, লোকগান ও লোকসংস্কৃতির প্রতি অরুণবাবুর প্রবল টান ছিল। গ্রাম বাংলার, আদিবাসী অঞ্চল ও পাহাড়ী এলাকায় ঘুরতেন। খুঁজে নিতেন ওঁর লেখার রসদ। লোকসংস্কৃতির বিভিন্ন দিক কবির লেখায় বারবার উঠে এসেছে। এছাড়াও এই প্রবাদপ্রতিম কবির অজস্র কবিতা ও কবিতার বই পাঠকদের মনে নাড়া দিয়ে গিয়েছে বারবার। একই সঙ্গে ছন্দ ও ভাষার প্রতি দক্ষতা পাঠকদের পাঠকদের আকৃষ্ট করেছেন। বর্ষীয়ান কবি রেখে গেলেন অজস্র সৃষ্টি, স্ত্রী, পুত্র, দুই পুত্র, পুত্রবধূ, নাতি ও অজস্র গুণগ্রাহী। বিশেষভাবে উল্লেখ্য যে, এদিন কবির দেহ শায়িত থাকবে চুঁচুড়া রবীন্দ্রভবন মুক্তমঞ্চে। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন আমজনতা। 

ছবি : সংগৃহীত

আরও পড়ুন : Sasraya News Utsav Issue 2024 | সাশ্রয় নিউজ উৎসব সংখ্যা ২০২৪

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment