Aamir Khan controversy, Abhinav Kashyap statement | ‘আমির খান ধূর্ত শেয়াল, সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চান’ ফের বিস্ফোরক অভিযোগ ‘দাবং’ পরিচালক অভিনব কাশ্যপের

SHARE:

‘দাবং’ পরিচালক অভিনব কাশ্যপের বিস্ফোরক মন্তব্য, “আমির খান (Aamir Khan) সবচেয়ে ধূর্ত শেয়াল, সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চান।” পড়ুন বিস্তারিত অভিযোগ।

প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : বলিউডের জগতে ফের এক বিস্ফোরণ। ‘দাবং’ (Dabangg) ছবির পরিচালক অভিনব কাশ্যপ (Abhinav Kashyap) আবারও সামনে এলেন তীব্র অভিযোগ নিয়ে। এর আগে সলমন খান (Salman Khan) ও তাঁর পরিবারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন এই পরিচালক। এবার নিশানায় ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান (Aamir Khan)। অভিনবের অভিযোগ, আমির বলিউডের সবচেয়ে ‘ধূর্ত শেয়াল’, তিনি সব সময় অন্যদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন।

আরও পড়ুন : West Bengal Voting-politics: পশ্চিমবঙ্গের ভোট-রাজনীতি: এগিয়ে কে-বিজেপি, তৃণমূল, সিপিএম না কংগ্রেস (আজ কুড়ি-তম কিস্তি)

অভিনব সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানান, আমিরের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা একেবারেই সুখকর ছিল না। কিছু বিজ্ঞাপনী ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন। সেখানেই নাকি পরিচালক বুঝে গিয়েছিলেন, এই অভিনেতার সঙ্গে কাজ করা একেবারেই সহজ নয়। তাঁর কথায়, ”বলিউড ওঁকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলে, কিন্তু আমি বলব উনি সবচেয়ে ধূর্ত শেয়াল। উচ্চতায় সলমনের চেয়ে ছোট হলেও বুদ্ধিতে সবার থেকে এগিয়ে। সব সময় চান, অন্যরা যেন তাঁর মতো করে চলে। আমির এমন এক ব্যক্তি, যিনি প্রতিটি বিষয়ে নিজের মত চাপিয়ে দেন। পরিচালনা থেকে শুরু করে সম্পাদনা, সব জায়গায় হস্তক্ষেপ করেন।” অভিনব কাশ্যপ বলেন, আমিরের সঙ্গে কাজ করা মানেই অতিরিক্ত মানসিক চাপ। তিনি যোগ করেন, “২-৩টা বিজ্ঞাপন করেছি ওঁকে নিয়ে। প্রচণ্ড খুঁতখুঁতে মানুষ। ওঁর সঙ্গে কাজ করতে গিয়ে যেন প্রাণটাই বেরিয়ে যায়। এমনভাবে নিয়ন্ত্রণ করেন যে টিমের অন্য কেউ স্বাধীনভাবে নিজের সেরাটা দিতে পারে না। মনে হয়, তিনি যেন পুরো ইউনিটটাই নিজের মুঠোয় রাখতে চান।”

আরও পড়ুন : Aamir Khan news | ফাতিমাকে ভুলে গেলেন আমির? অভিনেতার মন্তব্যে চমকে গেল বলিউড, উঠল স্মৃতিভ্রমের জল্পনা!

পরিচালক আরও বলেন, আমিরের ‘পারফেকশনিস্ট’ তকমাটা আসলে একধরনের ‘মিথ’। তাঁর মতে, “আমির যদি কোনও দৃশ্যের ২৫টা টেক দেন, তাহলে প্রথম আর শেষ টেকটা প্রায় একই হয়। মাঝে যত টেকই নেন না কেন, তাতে কোনও মৌলিক পরিবর্তন হয় না। কিন্তু ওঁর এই রি-টেক নেওয়ার অভ্যাসটাই মানুষকে ভুল ধারণা দেয় যে, উনি নাকি নিখুঁত হওয়ার জন্য এত চেষ্টা করেন। বাস্তবে এটা নিখুঁত হওয়ার প্রচেষ্টা নয়, বরং সময় নষ্ট করা।” এখানেই থামেননি অভিনব। তিনি বলেন, “আমির এমনভাবে কাজ করেন, যেন তিনিই সব জানেন, তিনিই সব ঠিক করবেন। অন্য কারও পরামর্শ বা মতামতের কোনও মূল্যই দেন না। এর ফলে যারা তাঁর সঙ্গে কাজ করেন, তাঁদের সৃজনশীলতা পুরোপুরি দমে যায়। আমি মনে করি, এটাই তাঁর সবচেয়ে বড় সমস্যা।” অভিনবের এই মন্তব্যে ইতিমধ্যেই বলিউডে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, অভিনবের এই অভিযোগের পেছনে কোনও ব্যক্তিগত অভিমান কাজ করছে কি না। কারণ, এর আগে সলমন খান ও তাঁর পরিবারের বিরুদ্ধেও এই পরিচালক মুখ খুলেছিলেন। সেসময়ও বলিউডের একাংশ তাঁকে সমর্থন করলেও অনেকে মনে করেছিলেন, অভিনব আসলে নিজস্ব ক্ষোভ থেকেই এমন মন্তব্য করছেন। তবে এইবার আমির খানকে ঘিরে তাঁর মন্তব্যের ধরন বেশ আলাদা। তিনি কেবল অভিযোগই করেননি, বিশদভাবে ব্যাখ্যা করেছেন কেন তিনি মনে করেন, আমির আসলে ‘পারফেকশনিস্ট’ নন। তাঁর মতে, “নিখুঁত হওয়ার মানে নিজের কাজ নিখুঁতভাবে করা। কিন্তু আমির নিজের কাজের পাশাপাশি অন্যের কাজেও হস্তক্ষেপ করেন। পরিচালক বা সম্পাদক যা বলেন, তা ওঁর পছন্দ না হলে সঙ্গে সঙ্গে বদলাতে বলেন। ওঁর বিশ্বাস, তাঁর মতো বোঝে এমন কেউ আর নেই। এই মনোভাবই তাঁকে ‘অন্যরকম’ করেছে, তবে সেটা ইতিবাচক নয়।” অভিনব কাশ্যপের বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্কের সূচনা হয়েছে। কেউ বলছেন, “অভিনব সাহস করে সত্যিটা বলেছেন,” আবার কেউ মনে করছেন, “এটা শুধুই আলোচনায় থাকার চেষ্টা।” আমির খানের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। বলিউডে যেভাবে ক্রমে একের পর এক পরিচালক ও অভিনেতারা নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করছেন, তাতে স্পষ্ট যে, শিল্পের এই ঝলমলে জগতের আড়ালে অনেক অন্ধকার দিকও রয়েছে। অভিনবের কথায়, “আমি শুধু নিজের অভিজ্ঞতা বলছি। যাঁরা ওঁর সঙ্গে কাজ করেছেন, তাঁদের অনেকেই হয়তো ভিতরে ভিতরে আমার মতোই ভাবেন, কিন্তু মুখ খোলেন না। কারণ, আমিরের প্রভাব বলিউডে অনেক বেশি।” উল্লেখ্য, এখন দেখার বিষয়, আমির খান এই অভিযোগের জবাব কীভাবে দেন। তিনি কি নীরব থাকবেন, না কি এবার মুখ খুলবেন ‘দাবং’ পরিচালকের বিরুদ্ধে? বলিউড এখন তাকিয়ে আছে সেই প্রতিক্রিয়ার অপেক্ষায়।

ছবি : সংগৃহীত ও প্রতীকী
আরও পড়ুন : Shah Rukh Khan controversy, Abhinav Kashyap statement | ‘আমি মুখ খুললে পরিবার ভেঙে যাবে…’ শাহরুখ খানকে নিয়ে বিস্ফোরক দাবি ‘দাবাং’ পরিচালক অভিনব কাশ্যপের!

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন