Sasraya News

Friday, March 14, 2025

Sandeshkhali Incident : সন্দেশখালি যাচ্ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, আটকাল পুলিশ

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আগেই সংবাদমাধ্যমে জানিয়ে ছিলেন, শুক্রবার সন্দেশখালি (sandeshkhali) যাবেন। তার পূর্ব কর্মসূচী অনুযায়ী, শুক্রবার সন্দশখালির উদ্দেশ্যে বেরোন। যাবার আগে বহমপুরে সাংবাদিকরা লোকসভার বিরোধী দলনেতাকে জিজ্ঞেস করেন, তিনি সন্দেশখালিতে প্রবেশ করতে পারবেন? তিনি সাংবাদিকদের স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, সন্দেশখালি যাবেন। এবং এটা তাঁদের অধিকার। বহরমপুরের সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতাকে বহরমপুর থেকে সন্দেশখালির যাবার পথেই পুলিশ আটকে দেয় বলে উল্লেখ। সন্দেশখালির ঘটনায় শুধু অধীর চৌধুরীকেই না, এর আগে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ একাধিক রাজনৈতিক Shiv নেতাদেরই পুলিশের বাধার মুখে পড়তে হয়। -সংগৃহীত ছবি 

আরও খবর : Instagram Reel : স্ত্রী ইন্সটাগ্রাম রিলে আসক্ত, গলায় ফাঁস যুককের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment