



সাশ্রয় নিউজ, নিজস্ব সংবাদদাতা ★ কলকাতা : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিক হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে উত্তাল হল কলকাতা। বিশেষ করে বাংলাদেশের মতুয়া সম্প্রদায়ের উপর অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নামলেন বিজেপির বিধায়করা। শুদুপুরে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দফতরে বিজেপি বিধায়কদের (BJP MLA’s) একটি প্রতিনিধিদল ডেপুটেশন জমা দেন। তাঁদের দাবি, বাংলাদেশের সনাতনী হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অবিলম্বে বন্ধ করতে হবে তাদের উপর নির্যাতন।
বিজেপি বিধায়করা জানান, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে ক্রমাগত আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা। বারবার হামলা চালানো হচ্ছে মতুয়া সম্প্রদায়ের বাড়িঘরে, লুটপাট করা হচ্ছে তাঁদের ধন-সম্পদ, মা-বোনদের উপর চলছে অমানবিক নির্যাতন। এক বিধায়কের বক্তব্য, “বাংলাদেশের সনাতনীদের উপর এই নির্যাতন সহ্য করা যায় না। ওপার বাংলার সংখ্যালঘুদের প্রতি আমাদের এইপার বাংলার আত্মীয়-ধর্মীয় সম্পর্ক রয়েছে। আমরা বিজেপি পরিষদীয় দল তাঁদের পাশে আছি।”
প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। সেই সঙ্গে, যেসব ঘটনা ঘটেছে, তার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবিও জানানো হয়। ডেপুটেশন প্রদান শেষে বিজেপি বিধায়কেরা জানান, “আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশের হাই কমিশনের কাছে আমাদের দাবি জানিয়েছি। আমরা চাই, বাংলাদেশের সরকার এই ঘটনার গুরুত্ব বুঝুক। ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করুক।”
ঘটনাস্থলে কড়া নিরাপত্তা বেষ্টনী লক্ষ্য করা গিয়েছে, যাতে ডেপুটেশন জমা দেওয়ার পর পরিস্থিতি শান্তিপূর্ণ থাকে। বিজেপি বিধায়করা স্পষ্ট জানিয়েছেন, এই লড়াই চালিয়ে যাবে বিজেপি, বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী সমাজের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা।
বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার এই ঘটনা দুই বাংলার মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। কবে বন্ধ হবে এই অত্যাচার? সংখ্যালঘুদের জন্য নিরাপত্তার আশ্বাস কবে আসবে? সেই প্রশ্নের উত্তর এখন সময়ের অপেক্ষা।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : SSC Teachers protest : শিয়ালদার পথে চাকরিহারা শিক্ষকদের প্রতিবাদ, পুলিশের ধরপাকড়, উত্তপ্ত পরিস্থিতি
