



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বজ্রগর্ভ মেঘের গর্জন রাজ্যে (West Bengal Weather Update) । মঙ্গলবারেও ভিজল রাজ্যের প্রায় জেলা। গত সপ্তাহেও নিম্নচাপের দরুণ রাজ্যে বৃষ্টিপাত হয়েছে। সোমবার থেকে সেই নিম্নচাপ সরে যেতে থাকে। ফলত, বৃদ্ধি পেয়েছিল ভ্যাপসা গরম ভাব। মঙ্গলবারের বৃষ্টি কিছুটা স্বস্তি বৈকি! আলিপুর আবহাওয়া দফতর সুত্রের খবর, পুরুলিয়ার উপর দিয়ে গিয়েছে মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে রাজ্যে বৃষ্টিপাতের সম্ভবনা। হাওয়া অফিস সূত্র জানায় যে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে মৌসুমী অক্ষরেখা মিশেছে। ফলে, দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা যথাক্রমে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ হতে পারে ভারী বৃষ্টি। অন্যদিকে বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। সোমবার থেকে ভিজছে পাহাড়। কমলা সতর্কতা কালিম্পং ও দার্জিলিংয়ে। হাওয়া অফিস সূত্র জানাচ্ছে, মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে ওই দুই জেলায়। এছাড়াও কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। বুধবারের জন্যও পাঁচটি জেলার জন্য একই সতর্কতা হাওয়া অফিসের। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে ভারী বৃষ্টি, এমনটিই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর সূত্র।
-প্রতিনিধিত্বমূলক ছবি
