Sasraya News

Saturday, February 15, 2025

West Bengal MLA Minister salary hike : বৃদ্ধি পেল মন্ত্রী ও এমএলএদের বেতন

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যের মন্ত্রী ও এমএলএদের বেতন বৃদ্ধি হল (West Bengal MLA Minister salary hike)। গত বছর সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন। সেই মর্মে বিধানসভাতে বিলও পাস হয়। তবে রাজ্যপাল সেই বিলে সই করেছিলেন না। শনিবার এক্স-এ রাজভবন থেকে একটি পোস্ট করে জনানো হয়, দু’টি বেতন ও ভাতা সংক্রান্ত বৃদ্ধি সংক্রান্ত বিলে সই করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই বেতন বৃদ্ধির ফলে রাজ্যের পূর্ণ মন্ত্রীর বেতন দাঁড়াচ্ছে ৫১ হাজার টাকায়। পেতেন ১১ হাজার টাকা। প্রতিমন্ত্রীরা পাবেন ৫০,৯০০ টাকা। এতদিন পেতেন ১০, ৯০০ টাকা। বিধায়করা বেতন হিসেবে পাবেন ৫০,০০০ হাজার টাকা। আগে পেতেন ১০ হাজার টাকা। মুখ্যমন্ত্রীর বেতন উল্লেখ নেই। সেই সময় বিধানসভার স্পিকার মুখ্যমন্ত্রীর বেতন বৃদ্ধি নিয়ে প্রশ্ন করলে, মুখ্যমন্ত্রী সেই সময় স্পিকারকে জানান, “এটার কোনও প্রশ্ন নেই। যেহেতু আমি বেতন নিই না, ফলে মুখ্যমন্ত্রীর কোনও বেতন বৃদ্ধি করছি না। ওই সময় রাজ্য বিজেপি মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধির বিরোধিতা করেছিল।  -ফাইল চিত্র 

আরও খবর : Crime : গৃহকর্ত্রী খুন, ধৃত যুবক

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment