



সাশ্রয় নিউজ ★ কলকাতা : (Weather update) উত্তরে বৃষ্টি অব্যাহত। এদিকে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হাওয়া অফিস সূত্রে। এমতাবস্থায় তাপমাত্রা বৃদ্ধি ও গরমের অস্বস্তি বাড়তে পারে ক’য়েকটি জেলায়। ওই জেলাগুলিতে তাপমাত্রা পেরতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলায় বুধবার থেকে তাপপ্রবাহ চলতে পারে বলে উল্লেখ। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ছিল ঊর্ধ্বমুখী। একই সঙ্গে ছিল হাঁসফাঁস গরমের অস্বস্তি। একই সঙ্গে আগামী বুধবারও উত্তরবঙ্গে বৃষ্টির সতর্কতা। হাওয়া অফিস সূত্র জানায় যে, মিনি টর্নেডো বিধ্বস্ত জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বুধবারও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অবশ্য বুধবারের পরে উত্তরবঙ্গে আবহাওয়াr উন্নতি হতে পারে বলে মনে করে হাওয়া অফিস। ছবি : প্রতীকী
আরও পড়ুন : Pope Francis : যুদ্ধ বিরতি চাইলেন পোপ ফ্রান্সিস
