



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : শনিবারও বাংলা জুড়ে নিম্নচাপের বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি শনিবার। এদিন হাওয়া অফিসের অতিভারী বৃষ্টির পূর্বাভাস দুই মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগণা, দুই বর্ধমান, এবং বাঁকুড়াতে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরের একটি ঘূর্ণাবর্ত অবস্থানরত। এর ফলে উত্তর বাংলাদেশ ও উত্তরবাংলাদেশ সংলগ্ন অঞ্চলে থাকা নিম্নচাপ অঞ্চল বর্তমানে অবস্থান করছে উত্তরবঙ্গ ও ঝাড়খণ্ডের ওপর। হাওয়া অফিস সূত্রে জানা যায়, তা আগামী ২৪ ঘন্টায় আরও পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে ধাবমান হতে পারে। এছাড়াও হাওয়া অফিস সূত্র জানায়, পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিবেশ রয়েছে। কারণ, রাজস্থান থেকে পশ্চিমবঙ্গের ওপর মৌসুমী অক্ষরেখা বিস্তৃত উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।
এছাড়া হাওয়া অফিস সূত্র আরও জানায় যে, আগামীকালও উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীরা শনিবার সমুদ্র থেকে ফিরে আসেন সমুদ্র উত্তাল থাকার জন্য। সূত্রের খবর, ৩৫-৪৫ কিমি গতিতে ঝোড়ো হাওয়া বইছে। রবিবারও পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে সমুদ্র একই রকম অবস্থাতেই থাকতে পারে।
তবে আবহাওয়াবিদদের অনুমান, বৃষ্টি সম্ভবনা কমেছে উত্তরবঙ্গে। কোনও সতর্কতা জারি নেই। জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে সোমবার ভারী বৃষ্টির হতে পারে। রবিবার বৃষ্টি হতে পারে কালিম্পংয়ে। অন্যদিকে রবিবার কলকাতায় বৃষ্টির সম্ভবনা। তবে হাওয়া অফিস কোনও সতর্কতা জারি করেনি। ভারী বৃষ্টিতে ভিজতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ পশ্চিমের অন্যান্য জেলাগুলি। এছাড়াও রবিবার বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিস সূত্র জানায়, দুই বর্ধমান, মেদিনীপুর, বীরভূম সহ দক্ষিণ চব্বিশ পরগণা জেলাতে। সোমবারের জন্য হাওয়া অফিসের বৃষ্টির সতর্কতা পশ্চিম বর্ধমান, বীরভূম ও পুরুলিয়া জেলায়।
ছবি : প্রতীকী
আরও খবর : Lightning Strike : নিম্নচাপের বৃষ্টি বাঁকুড়াতে, বজ্রপাতে হত ২
