Sasraya News

Wednesday, March 12, 2025

Vidya Balan : সোজা সাপ্টা বিদ্যা

Listen

সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : বি-টাউনে সাহসী অভিনেত্রী হিসেবে পরিচিত বিদ্যা বালন (Vidya Balan)। তাঁর অভিনয়ে মুগ্ধ দর্শক। ২০২২ সালে রণবীর সিংয়ের (Ranbir Singh) নগ্ন ফটো শুট নিয়ে যখন হৈচৈ পড়ে গিয়েছে, তখন বিদ্যা বাহবা দিয়েছিলেন রণবীরকে।

বিদ্যা বালান। ছবি : ইন্সটাগ্রাম

 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিদ্যা (Actress Vidya Balan) মন্তব্য করেন যে, ‘আমার নগ্ন পুরুষদের দেখতে ভাল লাগে।’ ওই সাক্ষাৎকারে তাঁর এহেন মন্তব্যের পরে ফের সমালোচনার সামনে বলিউড অভিনেত্রী।

বিদ্যা বালান। ছবি : সংগৃহীত

 

তিনি ওই সাক্ষাৎকারে আরও বলেন, ‘দু’বছর কেটে গিয়েছে। কিন্তু আজও আমি বলব যে, আমার নগ্ন পুরুষদের দেখতে ভাল লাগে।’ তাঁর কথায়, ‘আপনারা বিদেশি ম্যাগাজ়িন প্লেবয় কিংবা ডেবোনেয়র দেখেছেন? সব সময় নারীদেরই অনাবৃত করে প্রকাশ করা হয়। পুরুষদের তো হয় না। মহিলারা মহিলাদের নগ্নতা দেখছেন। সমকামীদের হয়তো ভাল লাগবে। কিন্তু আমার মতো মানুষদের কী হবে? মেয়েদের সাহসিকতাকে অনেক বাহবা দিয়েছি। এখন ছেলেদের সাহস দেখতে চাই।’ উল্লেখ্য যে, ‘ডার্টি পিকচার’ সিনেমায় বিদ্যার সিল্ক স্মিতা চরিত্রটি ছাড়াও তাঁর অভিনীত একাধিক ছবিতে অভিনয়কে শিল্পের উচ্চতায় নিয়ে যেতে দেখা যায় বলে মত সিনেমা সমালোচকদের একটি বড় অংশের। এছাড়াও একাধিক বিষয়ে তাঁর মন্তব্য এর আগেও সাড়া ফেলে। -সংগৃহীত  

আরও পড়ুন : Sunil Gavaskar : বিরক্ত গাওস্কার

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment