Sasraya News

Saturday, February 8, 2025

TMC leader Sheikh Shahjahan : দশ দিনের পুলিশ হেফাজত শেখ শাহজাহানের

Listen

সাশ্রয় নিউজ ★ বসিরহাট : শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। আজ ভোরেই বসিরহাট আদালতের কোর্ট লকআপে নিয়ে আসা হয় শেখ শাহজাহানকে। তারপরই পুলিশ তাঁকে কোর্টে তোলে। বসিরহাট মহকুমা আদালতের বিচারপতি সন্দেশখালির তৃণমূল কংগ্রেসের নেতার দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। উল্লেখ্য, শাহজাহানের গ্রেফতারের পরেই সন্দেশখালির মহিলারা অকালহোলি, মিষ্টি মুখ করতে মেতেছেন বলে সূত্রের খবর। সেই সঙ্গে তাঁদের দাবি, আইনের পথে যোগ্য হোক তাঁর। অন্যদিকে শাহজাহানকে পুলিশ গ্রেফতার করার পর আজ সন্দেশখালির ৪৯ টি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়। সেই সঙ্গে বসিরহাট মহকুমা আদালত চত্বরে পুলিশী তৎপরতা ছিল চোখে পড়ার মতো। -সংগৃহীত ছবি 

আরও খবর : Police arrestes TMC leader Sheikh Sahjahan : গ্রেফতার হলেন শেখ শাহজাহান

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment