



সাশ্রয় নিউজ ★ কলকাতা : লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ঘনগর্জন সভা (TMC Janagarjan Sabha) তৃণমূলের। রাজ্যের সব জেলা থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা এই সভায় উপস্থিত হন। এদিনের সভা থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে তাঁর বক্তব্যে তীক্ষ্ণ আক্রমণ করেন বলে উল্লেখ। সেই সঙ্গে সদ্য বিচারপতি পদ থেকে অবসর নিয়ে বিজেপিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নাম না করে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। সরব হন রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও। এদিনের সভায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের ৪২ টি আসনে প্রার্থী ঘোষণা করেন। নতুন ও পুরনো মুখের প্রার্থী তালিকায় চমক দিতে চেষ্টা তৃণমূল কংগ্রেসের। উল্লেখযোগ্য যে, এবার তৃণমূল কংগ্রেসের বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠান। অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায়ের লোকসভা ভোটে প্রার্থী হওয়ার জোর জল্পনা ছিল। সেই তাঁর নামও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলের শীর্ষ নেতৃত্বে। ছবি : পিটিআই
আরও খবর : ShivRatri 2024 : ব্রজধামে সাড়ম্বরে সম্পন্ন হল মহা শিবরাত্রির পুজো
