Sasraya News

Saturday, February 8, 2025

Tmc : রাজপথে তৃণমূলের মিছিল

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজপথে তৃণমূল কংগ্রেসের (TMC) মিছিল। মিছিলে থাকার কথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। নারী দিবস উপলক্ষ্যে তৃণমূল কংগ্রেসের মিছিল বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। গত ১ মার্চ তৃণমূল ঘোষণা করে ৭ মার্চ নারী দিবস উপলক্ষ্যে মিছিল করবে তৃণমূল। কলেজ স্ট্রিট, ওয়েলিংটন, এসএন ব্যানার্জী হয়ে মিছিল পৌঁছবে ধর্মতলায়। তৃণমূল কংগ্রেস সূত্রে এও উল্লেখ যে, ৮ মার্চ শিবরাত্রি পড়ায় তারা ৭ মার্চ নারী দিবসের মিছিল করবে। মিছিলের স্লোগান, ‘নারীদের অধিকার, আমাদের অঙ্গীকার।’ এই মিছিলকে লোকসভা ভোটের অন্যতম প্রস্তুতি হিসেবেই দেখছে তৃণমূলের একটা বড় অংশ। -সংগৃহীত ছবি 

আরও খবর : Abhijit Ganguly Join BJP : বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment