



সাশ্রয় নিউজ ★ ফালাকাটা : তৃণমূল কংগ্রেসের (TMC) জনগর্জন সভার প্রস্তুতি অনুষ্ঠান হল ফালাকাটার নরসিংহপুরে। আসন্ন লোকসভা নির্বাচননকে সামনে রেখে নির্বাচনী ময়দানে রাজ্যের শাসক দল। বিরোধীদের সূত্রের একাংশের মত, ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভাকে হাতিয়ার করতে চাইতে তৃণমূল। তবে ১০ মার্চের ব্রিগেড সভাতে খামতি রাখতে চাইছে না তৃণমূল কংগ্রেসের নিচেরতলার নেতা কর্মীরা। বুধবার ধনিরামপুর ১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ফালাকাটা গ্রামীন যুব সহ সভাপতি জবেদুল আলম। এছাড়াও তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা সূনীল রায়, সুমিত কাজি প্রমুখ।
আরও খবর : Sandeshkhali : সন্দেশখালিতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ হাজি সিদ্দিকী মোল্লার বিরুদ্ধে বিক্ষোভ মহিলাদের
