



শিশুকে খুবলে খেল কুকুর
সাশ্রয় নিউজ ★ কলকাতা : খেলা করছিল একটি বছর পাঁচেকের শিশু। হঠাৎই একটি পথকুকুর এসে শিশুটিকে নিয়ে টানা-হেঁচড়া শুরু করে। ঘটনা চাক্ষুষ করে প্রত্যক্ষদর্শীরা দৌড়ে এসে উদ্ধার করেন তাঁকে। নিয়ে যান নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় শিশুটির। তেলেঙ্গানার খাম্মামের ঘটনায় শিউরে ওঠেন দেশবাসীরা।
