Sasraya News

Saturday, February 8, 2025

Taiwan Earthquake : উচ্চমাত্রার ভূমিকম্পে কাঁপল তাইওয়ান। হত সাত, আহত অন্তত ৭০০

Listen

উচ্চমাত্রার ভূমিকম্পে কাঁপল তাইওয়ান 

সাশ্রয় নিউজ ★ আইপেই : ভূমিকম্পে কাঁপল তাইওতান (Taiwan Earthquake)। বুধবার স্থানীয় সময় সকাল আটটা (ভারতীয় সময় রাত ১২ টা) নাগাদ উচ্চ মাত্রার ভূমিকম্প হয় তাইওয়ানের রাজধানী শহর আইপেইতে। এরপরেই তাইওয়ান প্রশাসন সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা যায় যে, জারি করা হয় সুনামীর সতর্কতা (Tsunami)। বুধবার সকালবেলা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২। যদিও মার্কিন জিওলজিকাল সার্ভে জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫। যা স্বাভাবিকভাবেই আতঙ্কের। এখন অব্দি ঘটনায় হত ৭ জন ও অন্তত ৭০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে উল্লেখ। তাইওয়ানে ভূমিকম্পের ‘পরেই জাপানে একতলা বাড়ির উচ্চতায় সুনামি (Tsunami) আছতে পড়ে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। এছাড়াও, সুনামীর সতর্কতা ফিলিপিন্সেও। উল্লেখ্য যে, তাইওয়ানে ভূমিকম্পের উৎসস্থল সম্পর্কে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্র জানায়, ভূমিকম্পের উৎসস্থল ছিল তাইওয়ানের হুয়ায়েন শহর থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ দিকে। এবং ভূ-পৃষ্ঠ থেকে ৩৪.৮ কিলোমিটার গভীরে। প্রসঙ্গত যে, ভূমিকম্পের পরে দেশটির মানুষজন আতঙ্কগ্রস্ত ছিলেন-ই। তারপরেই জারি হয় ৯.৮ ফুট সানামীর সতর্কতা। এমতাবস্থায় আতঙ্কে প্রহর গুনছেন সমগ্র তাইওয়ানবাসীরা। বর্তমানে মড়ার ওপর খাড়ার ঘা অবস্থা দেশটির। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্র জানায়, দেশটির প্রশাসন ও বিপর্জয় মোকাবিলা বাহিনী নিচু স্থান থেকে সাধারণ মানুষদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে। এবং পরিস্থিতি মোকাবিলা করার জন্য সতর্ক অপেক্ষা করছে। ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Lok Sabha election 2024 : ছয় রাজ্যে পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment