Sasraya News

Saturday, February 15, 2025

SUCI Strike : SUCI এর বনধের মিশ্র প্রভাব

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : SUCI এর বনধের মিশ্র প্রভাব দক্ষিণ চব্বিশ পরগণা জেলাতে। ব্যাহত রেল পরিষেবা। ট্রেনের ওভার হেডের তারে কলাপাতা ফেলে রেল চলাচল বিঘ্নিত করার অভিযোগ বনধকারীদের বিরুদ্ধে। রাজ্যেও মিশ্র প্রভাব বনধের। লক্ষ্মীকান্তপুর শিয়ালদহ শাখায় রেল অনিয়মিত রেল চলাচল বলে সূত্রের খবর। ওই শাখার ধামুয়া স্টেশনের আগে বনধকারীরা অবরোধ করে। তাঁরা প্লাকার্ড হাতে রেল লাইনের বসে পড়েন। আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তি চেয়ে স্লোগান ওঠে বলে খবর। রেল চলাচল ব্যাহত হয়। পুলিশ এসে বনধকারী রেল লাইন থেকে তুলে দেন। মগরাহাট, কুলপি, মথুরাপুরে বনধের প্রভাব লক্ষ্য করা যায় বলে উল্লেখ। রায়দীঘি বাসস্ট্যান্ড, কলেজ মোড়ে এসইউসিআই কর্মী-সমর্থকদের বিক্ষোভে রায়দীঘি ডায়মন্ড হারবার রোড়ে যান চলাচল ব্যাহত হয়। ১২ ঘণ্টার এই ধর্মঘটকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য সতর্ক প্রশাসন। মোতায়েন পুলিশ বাহিনী। দক্ষিণ চব্বিশ পরগণাই না, রাজ্যের সমস্ত জেলাতেই পথে নামেন এসইউসিআই নেতৃত্ব। কোথাও পথ অবরোধ, কোথাও পথ সভা ও মিছিল করে বনধকে সর্বাত্মক করার আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদ জানান। আহ্বান জানান, দোষীদের গ্রেফতার ও শান্তিরও। কোচবিহারে পুলিশ ও বনধকারীদের মিছিল আটকালে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পুলিশ গ্রেফতার করে বনধকারীদের। এছাড়াও বনধ সর্বাত্মক করতে SUCI কর্মীরা পথে নামে কলকাতা রায়গঞ্জ, মালদা, বহরমপুর, ইসলামপুর, ডোমকল, করিমপুর,, কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী, বারাসত সহ রাজ্যের বিভিন্ন জায়গায়।

ছবি : সংগৃহীত
আরও খবর : Ritwik Ghatak’s ancestral home : ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ঋত্বিক ঘটকের বাংলাদেশের বাড়ি

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment