South 24 Parganas : গোসাবায় নদীতে ধস

SHARE:

গোসাবায় নদীতে ধস

সাশ্রয় নিউজ ★ দক্ষিণ চব্বিশ পরগণা : অমাবস্যার ভরা কোটাল। নদীতে ধস গোসাবায়। সোমবার গভীর রাতে গোসাবার কালিদাসপুরে নদীবাঁধ ধসে যায় বলে উল্লেখ। ঘটনায় জলমগ্ন চাষক্ষেত, পুকুর। সূত্রের খবর, প্রায় ১৫০ মিটার স্থান জুড়ে ধসে যায় বাঁধ। সোমবার রাতেই সেচ দফতরের উদ্যোগেভশুরু হয় বাঁধ মেরামতির কাজ। স্থানীয় সূত্রে খবর যে, ভরা কোটালের জন্যই বাঁধ বিপত্তি।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন