Sourav Ganguly : গ্র‍্যাজুয়েশনের পরে কী করেন সৌরভ-ডোনার মেয়ে সানা

SHARE:

গ্র‍্যাজুয়েশনের পরে কী করেন সৌরভ-ডোনার মেয়ে সানা

সাশ্রয় নিউজ ★কলকাতা : বাঙালীর আবেগ সৌরভ। ক্রিকেট হোক বা টিভি শো,  প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভের কৃতিত্বে মুগ্ধ তাঁর ফ্যানেরা। ক্রিকেট জীবন হোক বা ব্যক্তিগত জীবন, সৌরভের ঘরের কথা জানতে তাঁরা উৎসুক থাকেন। সৌরভ ঘরণী ডোনা গঙ্গোপাধ্যায়কে নিয়েই কৌতুহলের শেষ নেই বাঙালীর। তাঁর নিজের ব্যক্তিগত পরিচিতি আছে, প্রসিদ্ধ নৃত্যশিল্পী ডোনা। লণ্ডন ইউনিভার্সিটি কলেজ থেকে  খুব সম্প্রতি গ্র‍্যাজুয়েট হয়েছেন সৌরভ-ডোনার একমাত্র কন্যা সানা গঙ্গোপাধ্যায়। গ্র‍্যাজুয়েশনের পরে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরিও করছেন সানা। একটি সাক্ষাৎকারে সানা সম্পর্কে বাংলার মহারাজ জানান, ‘সানা একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থায় কাজ করেন। ওকে চাকরি করতে দেখে আমার একটু অবাকই লাগে। তবে এরপর ও মাস্টার্স করবে।’ উল্লেখ্য, বিশ্বের একটি প্রখ্যাত কলেজ লণ্ডন ইউনিভার্সিটি কলেজ। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে কলেজটি সপ্তম স্থানে রয়েছে। এই কলেজ সানা স্নাতক ডিগ্রী অর্জন করেন। ২০২০ সালে সানা লরেটো হাউস স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তাঁর বোর্ড ছিল ICSE। উচ্চ মাধ্যমিকে তিনি ৯৮ শতাংশ নম্বর পান। সানার লিঙ্কডিন প্রোফাইল থেকে জানা যায়, তিনি অর্থনীতিতে স্নাতক হন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন