



সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : প্রয়াত হয়েছেন সীতারাম ইয়েচুরি (৭২) (Sitaram Yechury)। সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক দিল্লি এইমসে। বৃহস্পতিবার বেলা তিনটে তিন মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটি সূত্রের খবর বৃহস্পতিবার ও শুক্রবার প্রয়াত সিপিআই(এম) নেতার দেহ এইমসে থাকবে। শনিবার বেলা ১১ টায় দিল্লির একে গোপালান ভবনে তাঁর দেহ নিয়ে যাওয় হবে। সর্ব সাধারণ শ্রদ্ধা জানাতে পারবেন বেলা তিনটে পর্যন্ত। শনিবারই এইমসে দেহদান করা হবে উল্লেখ।
প্রসঙ্গত উল্লেখ্য,ফুসফুসে সংক্রমণ নিয়ে ১৯ আগষ্ট দিল্লি এইমসে ভর্তি হন ইয়েচুরি। ৯ আগষ্ট রাতে আইসিইউতে রাখা হয় বলে সূত্রের খবর। কৃত্রিম যন্ত্রের সাহায্যে তাঁর চিকিৎসা চলছিল। সীতারাম ইয়েচুরির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক্স হ্যাণ্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “শ্রী সীতারাম ইয়েচুরি মারা গিয়েছেন জেনে আমি দুঃখিত। আমি সংসদ সদস্য থাকাকালীন তাঁকে চিনতাম। তাঁর মৃত্যুতে জাতীয় রাজনৈতি ক্ষতিগ্রস্ত হল। আমি তাঁর পরিবার, পরিজন এবং সহকর্মীদের প্রতি আমার সমবেদনা প্রকাশ করছি।” লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রবীণ কমিউনিস্ট নেতা ও বন্ধুর প্রয়াণে শোক প্রকাশ করেন। শ্রী গান্ধী বলেন, “সীতারাম ইয়েচুরিজি আমার বন্ধু ছিলেন। আমাদের দেশের বিষয়ে তাঁর ছিল গভীর উপলব্ধি। ভারতীয় চেতনার একজন রক্ষক ছিলেন তিনি।” অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, “ভারতীয় রাজনীতিতে সবচেয়ে সম্মাননীয় কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন ইয়েচুরি।” কেরলের মুখ্যমন্ত্রী ও সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য পিনারাই বিজয়নের কথায়, “বাম আন্দোলনের অবিসংবাদিত নেতা ছিলেন ইয়েচুরি।” সিপিআই এর সাধারণ সম্পাদক ডি রাজা সীতারাম ইয়েচুরি সম্পর্কে বলেন, “ইয়েচুরির শূন্যতা অনুভূত হবে বাম এবং গণতান্ত্রিক রাজনৈতিতে।”
১৯৫২ সাল, ১২ আগষ্ট সীতারাম মাদ্রাজে (আজকের চেন্নাই) জন্মগ্রহণ করেন। তেলেগু পরিবারে। পড়াশোনায় তুখোড় কমিউনিষ্ট নেতা ছাত্র রাজনীতির ভেতর দিয়ে রাজনৈতিক জীবন শুরু হয়। স্নাতকোত্তর ছাত্রাবস্থায় সিপিআই (এম) ছাত্র সংগঠন এসএফআই-এ যোগ দেন। তেলেগু, হিন্দি, ইংরেজি ও বাংলা ছাড়াও আরও বেশকিছু ভাষায় পারদর্শী ছিলেন। তাঁর মৃত্যুতে শোক স্তব্ধ দেশের রাজনৈতিক মহল।
ছবি : সংগৃহীত
