



সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : দুরন্ত ছন্দে ৮৯ রানের ইনিংস খেলেন শুভমন গিল (Shubman Gill)।বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাঁর ওই রান কাজে এল না। ১৯৯ /৪ এ গুজরাট টাইটান্স ইনিংস শেষ করে। কিন্তু গুজরাটের সমর্থকদের আশায় জল ঢেলে ৩ উইকেটে জয়ী হয় পাঞ্জাব কিংস। পাঞ্জাবের সংগ্রহ ২০০/৭। সর্বোচ্চ ৬১ রান করেন শশাঙ্ক সিং। এছাড়াও পাঞ্জাবেত প্রভসিমরন সিং ৩৫ ও নুর আহমেদ ৩২ রান করেন। এদিন গুজরাটের ইনিংসে রাহুল তেওটিয়ার ৮ বলে ২৩ রান দর্শকদের চোখ ধাঁধিয়ে দেয়। অপরজিত ৮৯ ছিলেন ক্যাপ্টেন শুভমন গিল (Shubman Gill)। ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Poet &Journalist Gautam Ghoshdastider Demised :কবি ও সাংবাদিক গৌতম ঘোষদস্তিদারের জীবনাবসান
