



সাশ্রয় নিউজ ★ কলকাতা : রেকর্ড সংখ্যক মেম্বারশিপ করল এসএফআই (SFI)। সিপিআই(এম) এর ছাত্র সংগঠন ফের আট লক্ষ মেম্বারশিপ করল চলতি বছর। এমন সময় প্রশ্ন তোলেন অনেকেই যে, যখন বিধানসভায় সিপিআই (এম) শূন্য। রাজ্য তাঁদের ছাত্র সংগঠনে তরতরিয়ে সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২০২৩-‘২৪ বর্ষে তাঁদের মোট সদস্য সংখ্যা ৮ লক্ষ ৩০ হাজার ৮৪৯ জন। রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছে, সিপি আই (এম) ছাত্র যুব সংগঠন দু’টির ওপর বেশি ভরসা রেখেছে। এবং এক্ষেত্রে নতুনদের ছাত্র ও যুব স্তরে রাজনৈতিক ময়দানে পদার্পণ করানোর কাছে ব্রতী বাম ছাত্র যুব সংগঠন দু’টি। এসএফআই সূত্রে খবর এই নিয়ে পরপর দু’বার তাঁদের সদস্য সংখ্যা আট লক্ষ অতিক্রম করে। এ বিষয়ে ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দেব জানান, “বামেদের পাশে আছে তরুণ প্রজন্ম। বামেদের প্রতি তরুণদের আগ্রহ যে বাড়ছে এটাই তার প্রমাণ।” ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sachin Tendulkar : নির্বাচন কমিশনের বিশেষ ভূমিকায় শচীন
