Sasraya News

Saturday, February 15, 2025

Sasraya News Eid Literature : মেঘশ্রী বন্দ্যোপাধ্যায় এর কবিতা

Listen

মেঘশ্রী বন্দ্যোপাধ্যায় গল্পের বুননে পাঠকদের পাঠের ভেতরে আটকে রাখেন। অনুবাদ করেন, লেখেন বিভিন্ন বিষয়ে ফিচার। পাশাপাশি অটিজম নিয়ে নীরবে কাজ করতে ভালবাসেন। মূলত কথাসাহিত্যিক হলেও কবিতায় অবাধ বিচরণ। অজস্র সাময়িকপত্রে নিয়মিত লেখেন। সাশ্রয় নিউজ ঈদ সাহিত্যে রইল মেঘশ্রী-এর কবিতা। 

 

মেঘশ্রী বন্দ্যোপাধ্যায় 

তুই আর আমি

 

তোদের ওপর বড্ড চাপ
লড়াই বড় শক্ত যে
ভালো নাম্বার পেতে হবে
পড়তে হবে কত্ত সে!

খেলাধুলায় এক নম্বর
ডান্সে সেরার ছড়াছড়ি
তাইকন্ড, ক্যারাটে প্যাঁচে
টপ ক্লাস, তোর নেই জুড়ি

আমাদেরও অনেক চাপ
ধীরে ধীরে শিখছি সব
নিজের কাজ নিজে করা
আমার কাছে বিশাল ‘জব’

পেন-পেন্সিল ধরতে গেলে
হাত থেকে তা ফস্কে যায়,
পড়া মুখস্থ? বেজায় শক্ত!
স্মৃতি থেকে যেন চলকে যায়

চোখেতে চোখ রাখতে গেলে
বারে বারে তা যায় সরে,
যা ভাবি তা বলতে গেলে
শব্দ যেন লুকিয়ে পড়ে

তোদের চাপে মোদের চাপে
তফাৎ আছে অনেকটাই
প্রতিযোগী তো নই আমরা
শুধু একটু সুযোগ চাই…

ওই নাচটা, ওই গানটা
তোদের সাথে শিখতে চাই,
সবাই মিলে একদল হয়ে
শিখলে তবে শান্তি পাই

পড়াটা হয়তো কম বুঝব,
কিছু প্রশ্ন পারব না
তবু, কিছুটা নেবই শিখে
এমনি এমনি ছাড়ব না

আমিও খেলি বাস্কেটবল,
শিখি সাঁতার, অঙ্ক করি
তবু তোরা বলবি কেন
অস্বাভাবিক? কমজোরী?

নরম মনের নীরব ভাষা
চেনা খুব জরুরি আজ
এত কিছুতে দক্ষ তোরা
এ কি তেমন কঠিন কাজ?

মনটা বুঝে ভালোবেসে
একবার এসে পাশে দাঁড়া
আমায় নিয়ে ধারণাটা
বদলে যাবে আগাগোড়া।

অঙ্কন : প্রীতি দেব 

 

এক নজরে 👉 সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ। এছাড়াও রবিবারের সাহিত্য স্পেশাল-এর জন্য উপন্যাস, কবিতা (একধিক কবিতা পাঠালে ভালো হয়। সঙ্গে একটি লেখক পরিচিতি। গল্প, প্রবন্ধ, গদ্য, পুস্তক আলোচনা (আলোচনার জন্য দুই কপি বই পাঠাতে হবে), ভ্রমণ কাহিনী। লেখার সঙ্গে সম্পূর্ণ ঠিকানা ও যোগাযোগ নম্বর থাকতে হবে। অবশ্যই কোনও প্রিন্ট বা ডিজিটাল মাধ্যমে এমনকী কোনও সোশ্যাল মিডিয়াতে বা পোর্টালে পূর্ব প্রকাশিত লেখা পাঠাবেন না। ই-মেল করে লেখা পাঠান। ই-মেল আই ডি : editor.sasrayanews@gmail.com

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment