Sasraya News

Saturday, February 15, 2025

Sasraya News Eid Literature : কবি বিপ্লব ভট্টাচার্য্য এর কবিতা

Listen

বি বিপ্লব ভট্টাচার্য্য এর জন্ম পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্ভুক্ত সহজপুর গ্রামে। বাবার সঞ্জয় ভট্টাচার্য্য ও মা রেখারাণী ভট্টাচার্য্য। ছোটবেলা থেকেই কবিতা আবৃত্তি ও নাটক বা অ্যামেচার যাত্রাপালায় অভিনয় করেন। একই সঙ্গে কবিতা ও ছোটগল্প লেখা। ষষ্ঠ শ্রেণিতে স্কুল ম্যাগাজিনে প্রথম কবিতা প্রকাশ। অজস্র সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত। “কল্পকথায় তেরো” নামে তেরো জনকে নিয়ে একটি কবিতা সংকলন প্রকাশিত হয়েছে। তাঁর আ’রেকটি একটি প্রিয় নেশা হল সামুদ্রিক প্রাণী সংগ্রহ করা। এখনও তিনি সুযোগ পেলে ছোটো ছোটো সামুদ্রিক প্রাণী সংগ্রহ করে বাড়িতে সযত্নে সংরক্ষণ করে রেখে দেন। সাশ্রয় নিউজ ঈদ সাহিত্যে রইল কবির দু’টি কবিতা।

 

 

 

বিপ্লব ভট্টাচার্য্য 

জাগরণ

জাগো জনগণ করো আহ্বান
গগনে নিশান তুলিয়া
ভাঙো নিদ্রা জাগো বিপ্লবে
এসো কারাগার খুলিয়া।
নির্ভীক হাওয়া চারিদিকে বয়
তুফানে তুফান ছুটিয়া
মৃত্যু বরণে বিদ্রোহ করো
আপন স্বার্থ ভুলিয়া।
জনতার রোষানলে ছাই করো
তোল হাতিয়ার ভাইরে
আজ এক সাথে হও সবে
আর বাঁচার পথ নাইরে।

তুলে ধর দ্রঢ় হাল
ছেঁড়ো যত চক্রান্তের জাল
তোমাদের বীর্যতায়।
আজ মুছে ফেলো বিদ্বেষ
গড়ে তোল নতুন দেশ
তোমাদের শৌর্যতায়।

 

ছেঁড়া ইতিহাস

 

পথের ধারে পড়ে আছে
এক মলিন ছেঁড়া কাগজ,
হয়ত সেটা নগ্ন—
তাই মানুষের পায়ের তলায়
পড়ে আছে নিতান্ত অবহেলায়।

কিন্তু আমি দেখেছি
তার মধ্যে স্বর্ণাক্ষরে লেখা আছে,
কত শত শত কাহিনী।

হাতে তুলে দেখো—
কোনো না কোনো এক মানব সভ্যতার
ঘুণধরা সমাজের ইতিহাস খুঁজে পাবে তাতে…

অলঙ্করণ : প্রীতি দেব 

 

এক নজরে 👉 সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ। এছাড়াও রবিবারের সাহিত্য স্পেশাল-এর জন্য উপন্যাস, কবিতা (একধিক কবিতা পাঠালে ভালো হয়। সঙ্গে একটি লেখক পরিচিতি। গল্প, প্রবন্ধ, গদ্য, পুস্তক আলোচনা (আলোচনার জন্য দুই কপি বই পাঠাতে হবে), ভ্রমণ কাহিনী। লেখার সঙ্গে সম্পূর্ণ ঠিকানা ও যোগাযোগ নম্বর থাকতে হবে। অবশ্যই কোনও প্রিন্ট বা ডিজিটাল মাধ্যমে এমনকী কোনও সোশ্যাল মিডিয়াতে বা পোর্টালে পূর্ব প্রকাশিত লেখা পাঠাবেন না। ই-মেল করে লেখা পাঠান। ই-মেল আই ডি : editor.sasrayanews@gmail.com

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment