



সাশ্রয় নিউজ ডেস্ক ★ জয়পুর : আসন্ন টি ৩০ বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। কেরলের তরুণ ক্রিকেটারের এবছর আইপিএল পারফরম্যান্স নজর কেড়েছে নির্বাচকদের।

মোট নয়টি ম্যাচে সঞ্জুর স্কোর ৩৮৭। রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন এবার টি ২০ বিশ্বকাপে দলে জায়গা করে নেওয়ার পরে সঞ্জু আবেগঘন পোস্ট সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি লেখেন, ‘পরিশ্রম ও ঘাম দিয়ে সেলাই করা জার্সি”। প্রসঙ্গত, ২০১৫ সালে টি ২০ বিশ্বকাপে অভিষেক হয় সঞ্জুর। মোট ২৫ টি টি ২০ ম্যাচে তাঁর রান ৩৭৪। একটি হাফ সেঞ্চুরি। এক ম্যাচে সর্বোচ্চ ৭৭ রান করেন। স্ট্রাইক রেট ১৩৩.০৯।
ছবি : সংগৃহীত
আরও খবর : Team Australia, T20 WC 2024 : দলে ঠাঁই হল না অজি ক্রিকেটারের
