



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : গ্রেফতার ডাঃ সন্দীপ ঘোষ। গ্রেফতারের পরে সিজিও কমপ্লেক্স থেকে সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) গাড়িতে করে নিয়ে বেরোন সিবিআই আধিকারিকরা। দীর্ঘদিন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Former principal RG Kar Medical College and Hospital) জিজ্ঞাসাবাদ চালাচ্ছিল সিবিআই। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক তরুণী ধর্ষণ ও মার্ডার কেসে সন্দীপকে জেরা করে সিবিআই। এবং তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতিরও অভিযোগ ওঠে। ওই মামলায় আরও ধৃত সঞ্জয় রায় সহ আরও ক’য়েকজনের পলিগ্রাফ টেস্ট হয়। সূত্রের খবর যে সন্দীপেরও ওই টেস্ট হয়। অন্যদিকে, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে সরগরম শহর। তাঁর ভেতর আরজি কর কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সন্দীপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ সিবিআই-এর। সূত্রের খবর, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সম্ভবত আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতারের পরে সিবিআই সিজিও কমপ্লেক্স থেকে গাড়িতে নিজাম প্যালেসের দিকে এগোয় বলে উল্লেখ।
ছবি : সংগৃহীত
আরও খবর : RG Kar Doctor’s Protest : ‘আমরা ভিতরে যাব। আমাদের ডেপুটেশন জমা নিতে হবে।’ : দাবী জুনিয়র চিকিৎসকদের
