Sasraya News

Saturday, February 15, 2025

Sandeshkhali : সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : সন্দেশখালি (Sandeshkhali) মামলা নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্ট-এর। ওই মামলাটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে হস্তান্তরের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুধু তা-ই নয়, সন্দেশখালি কাণ্ডের প্রধান অভিযুক্ত শেখ শাহজাহানকে আজ বিকেল সাড়ে চারটের ভেতর সিবিআইয়ের হাতে হস্তান্তর করার নির্দেশ ডিভিশন বেঞ্চের। ইডির পক্ষে হাইকোর্টে আবেদন করা হয় বলে উল্লেখ যে, রাজ্য পুলিশ ও সিআইডি’র হাতে ইডির ওপর হামলার ও পিএমএলএ মামলার তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার সম্ভবনা থাকতে পারে। শুধু তাই ইডি হামলার নিয়ে যে SIT গঠন করা হয়, ইডি সেই SIT -এর বিরোধিতা করে। শুধু শেখ শাহজাহান নয় শঙ্কর আঢ্যকে গ্রেফতার করতে যাওয়ার সময় কেন্দ্রীয় এজেন্সী ইডির ওপর হামলার মামলাটিও হস্তাক্ষর করার কথা উল্লেখ। -সংগৃহীত ছবি 

আরও খবর : Justice Abhijit Gangopadhyay : সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment