



সাশ্রয় নিউজ ★ নিউটাউন : সন্দেশখালি (Sandeshkhali) যাওয়ার পথে বাধা বিজেপি (BJP) মহিলা মোর্চার সদস্যদের। আগামীকাল নারী দিবস। তার আগে বৃহস্পতিবার সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন ভারতী ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পলরা। নিউটাউন হাতিশালায় পুলিশী বাধার মুখে পড়েন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। ১৪৪ (IPC 144) ধারা দেখিয়ে তাঁদের বাধা দেওয়া হয় বলে উল্লেখ। গাড়ি থেকে নেমে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করেন। লকেট চট্টোপাধ্যায় এপ্রসঙ্গে বলেন, “আসলে সরকার পুলিশ ভয় পেয়ে গিয়েছে। বাংলার বহু সন্দেশখালি রয়েছে। ওরা মাথাচাড়া দিয়ে উঠবে। আমরা কী কোনও অন্যায় করেছি? এখনও ১৪৪ ধারা জারি থাকার কোনও কাগজ দেখাতে পারেনি।” অগ্নিমিত্রা পল পুলিশের উদ্দেশ্যে বলেন, “কী কারণে আমাদের আটকানো হচ্ছে। অর্ডার কপি দেখান। যদি অর্ডার কপিই না দেখাতে পারেন, তাহলে কীসের ভিত্তিতে আটকাচ্ছেন।” উল্লেখ্য, নিউটাউন হাতিশালা থেকে বিজেপির মহিলা মোর্চার কর্মীদের পুলিশ তুলে নিয়ে যায় ব। ওই সময় পুলিশ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলকে আটক করে বলে উল্লেখ। -সংগৃহীত চিত্র
আরও খবর : Murshidabad : সালারে জনগর্জন সভা সফল করার জন্য সভা হুমায়ুন কবিরের
