Sasraya News

Road Incident : বাইক দূর্ঘটনায় প্রাণ গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর

Listen

সাশ্রয় নিউজ ★ ফরাক্কা : উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination) দিয়ে বাড়ি ফেরার সময় বাইক দূর্ঘটনার কবলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলবার পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল নাফিল সেখ। সূত্রের খবর, তাঁরা তিন বন্ধু একটি বাইকে সওয়ার হয়েছিল। কিন্তু রাস্তায় বাঁক আসতেই ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে বাইকের। ছিটকে যায় তিনজনেই। ভ্যানের চাকায় পিষ্ট হয়ে অকালে প্রাণ যায় নাফিলের। পুলিশ সূত্রে খবর যে, মৃত নাফিল সেখ নিউ ফরাক্কা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে বেওয়ার ঘোড়াইপাড়ার বাসিন্দা। সিট পড়ে অর্জুনপুর উচ্চ বিদ্যালয়ে। আজ ইতিহাস পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে অন্য দুই বন্ধুর সঙ্গে বাইকে বাড়ি ফিরছিল। কিন্তু তাঁরা কান্তর মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। তাঁর বাকি দুইজন বন্ধু চিকিৎসাধীন বলে উল্লেখ।

ছবি : প্রতীকী 

আরও পড়ুন : Maha ShivaRatri 2024 : সামনে মাসেই শিবরাত্রি, কবে?

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read